দেবরের ছুরিকাঘাতে প্রবাসীর স্ত্রী খুন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চাঁদপুরে ছুরিকাঘাত করে প্রবাসী এক ব্যক্তির স্ত্রীকে হত্যা করা হয়েছে। নিহতের নাম শারমিন বেগম (২০)। ঘটনাটি ঘটে  চাঁদপুর সদর উপজেলার বাগদি গ্রামে। শারমিনকে তার দেবর ইয়াসিন মিজির ছুরিকাঘাত করে হত্যা করে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টায় ওই গ্রামের মিজি বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শারমীন ঘাতক ইয়াছিনের বড় ভাই প্রবাসী ইউসুফ মিজির স্ত্রী এবং পার্শ্ববর্তী ফরিদগঞ্জ উপজেলার কেওরা গ্রামের তাজুল ইসলামের মেয়ে। ঘটনার পর রাত সাড়ে ১১টায় অভিযুক্ত ইয়াছিন মিজিকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে।

নিহতের স্বামী ইউসুফ মিজি জানান, রমজানের এক মাস আগে তিনি সৌদি আরব থেকে ছুটিতে বাড়িতে আসেন। অভিযুক্ত ইয়াছিন বাহরাইন থেকে গত রমজানের পর দেশে ফিরে এসেই পারিবারিক কলহে জড়িয়ে পড়ে। এর আগে তাকে সৌদি আরবে নেওয়ার কথা ছিলো, কিন্তু ভিসা দীর্ঘদিন বন্ধ থাকার কারণে তিনি ইয়াছিনকে নিতে পারেননি। এ নিয়ে ইয়াসিন প্রায়ই তার ভাবী শারমিনকে সন্দেহ করতো। যে স্বামী ইউসুফকে প্ররোচনা দেয়ায় ইয়াসিন সৌদি যেতে পারছেন না।

শারমীনের শাশুড়ি নুরজাহান বেগম জানান, তারা যৌথ পরিবারে বাস করেন,  ঘটনার আগে তারা সবাই একসঙ্গে রাতের খাবারও খেয়েছেন।খাওয়া শেষে শারমিনের অনুরোধে স্বামী ইউসুফ বাড়ির পাশের দোকান থেকে হাত ধোয়ার সাবান আনতে যান। এর ফাঁকে ইয়াসিন ঘরে থাকা ধারালো ছুরি দিয়ে তার অন্তঃসত্ত্বা ভাবির পেটে আঘাত করলে নাড়িভুড়ি বের হয়ে যায়। শারমিনের আত্মচিৎকারে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্যে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের কর্মরত চিকিৎসক ডা. রায়হান মো. ওমর ফারুক বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ধারণা করা যাচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম বলেন, ঘটনার পরপরই স্থানীয়রা অভিযুক্তকে আটক করেছে। তাকে আটক করে থানায় আনা হয়েছে। ঘটনাটি রাতের আঁধারে হঠাৎ করে ঘটে যাওয়ায় ভালো ভাবে তথ্য জানাযায়নি। ময়না তদন্তের জন্য মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে। সূত্র: বাংলানিউজ