আক্রান্ত লন্ডন: পানশালায় শূন্য গ্লাসের সারি, সরাবার কেউ নেই

সিল্কসিটিনিউজ ডেস্ক: লন্ডন ব্রিজে যখন পথচারীর ওপর উঠে গেলো সাদা রংয়ের ভ্যান আর লন্ডনের জমজমাট বারো মার্কেটে ছুরি দিয়ে হামলা হলো পুলিশ সদস্য ও সাধারণ মানুষের ওপর।

এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৭ আর হাসপাতালে নেয়া হয়েছে ৪৮ জনকে।

লন্ডনের বারো মার্কেট এলাকাটি মূলত পরিপূর্ণ রেস্তোঁরা ও বার বা পানশালায়।

সপ্তাহান্তে শনিবার সন্ধ্যায় তাই অসংখ্য মানুষের সরগরম ছিলো বারো মার্কেট এলাকার পানশালাগুলো।

হামলা আর গুলির শব্দে মুহুর্তেই পাল্টে যায় দৃশ্যপট।

পুলিশ নিরাপদে লোকজনকে সরিয়ে নিয়ে পুরো এলাকায় ঘিরে ফেলে।

যুক্তরাজ্য, হামলা

ঘটনার পর বারো মার্কেট এলাকায় গিয়েছিলেন বিবিসির সংবাদদাতা শেরি উইলসন।

তিনি দেখতে পান মাত্র কিছুক্ষণ আগেই যে এলাকা ছিলো সরগরম সেখানে তখন পিনপতন নিস্তব্ধতা।

বারের বাইরের দিকে চেয়ারগুলো যত্রতত্র আর টেবিলে শূন্য গ্লাসগুলো পড়ে আছে।

রাত পেরিয়ে সকাল হলেও ব্যবহৃত গ্লাসগুলো সরানোর কেউ পর্যন্ত নেই।

বারো হাই স্ট্রীট-এ বেলুশি’ বারের বাইরের দিকে তাকিয়ে এমন অবস্থাই দেখতে পান বিবিসি সংবাদদাতা।

পুলিশ অবশ্য সড়কটি বন্ধ করে দিয়ে ঘিরে রেখেছে,এমনটি সাধারণ কাউকে হেঁটে সেখানে যেতে দেয়া হচ্ছেনা।

এমনকি বারো স্ট্রীটে দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মেদ ওসমানেরও তার দায়িত্বপ্রাপ্ত স্থানে যেতে এক ঘণ্টা সময় লেগেছে।

বিবিসি সংবাদদাতাকে তিনি বলেন, “শত্রুরা আমাদের বিভক্ত করতে চায় কিন্তু আমাদের ঐক্যবদ্ধ হতে হবে”। সূত্র: বিবিসি বাংলা