৮৫ শতাংশ ডিভাইসে রয়েছে আইওএস ১১

সিল্কসিটিনিউজ ডেস্ক:

টেক জায়ান্ট অ্যাপলের ৮৫ শতাংশ ডিভাইসে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে আইওএস ১১। সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায় এই তথ্য।

প্রতিবেদনে অ্যাপল জানায়, আইপ্যাড, আইপড ও আইফোনের জন্য আইওএস অপারেটিং সিস্টেম সব সময় দ্রুত সব ডিভাইসে দেয়ার চেষ্টা করে অ্যাপল। সেই সুবাদে বর্তমানে আইওএস ১১ সংস্করণ চলছে ৮৫ শতাংশ ডিভাইসে। বাকি দশ শতাংশ ডিভাইসে চলছে আইওএস ১০। এছাড়া, ৫ শতাংশ ডিভাইসে চলছে আইওএসের অন্য সংস্করণগুলো।

চলতি মাসের ১২ তারিখ অ্যাপলের পণ্য উন্মোচন অনুষ্ঠানে নতুন ডিভাইস নিয়ে হাজির হবে। এর পরের সপ্তাহ থেকে সব ডিভাইস আইওএস ১২ আপডেট পৌঁছে যাবে। চলতি বছর জুনে ওএসটি উন্মোচন করা হয়েছিল।

অ্যাপল চেষ্টা করেছে আইওএস ১২ অপারেটিং সিস্টেমটিকে নতুন করে সাজাতে। ব‍্যবহারকারীদের কাজে লাগে এমন বেশ কিছু ফিচার যুক্ত করা হয়েছে ওএসটিতে। রয়েছে সিরির আপডেট, ফেইসটাইমে গ্রুপ চ‍্যাট, ডোন্ট ডিস্টার্ব, অ্যাপ লিমিটস মোড ইত্যাদি সুবিধা।

জিএসএমএরিনা অবলম্বনে