৭-৮ বছরের মধ্যে শচীনের সেই রেকর্ড ভাঙতে পারবেন কোহলি : ব্রেট লি

শচীন টেন্ডুলকারের ১০০ আন্তর্জাতিক সেঞ্চুরির রেকর্ড কি বিরাট কোহলি ভেঙে দিতে পারবেন? ক্রিকেট বিশ্বে এই প্রশ্ন নিয়ে তর্ক-বিতর্কের শেষ নেই। এবার এই তর্কে জড়ালেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ফাস্ট বোলার ব্রেট লি। তিনি মনে করেন, ছন্দ ধরে রাখতে পারলে আগামী ৭-৮ বছরের মধ্যে শচীনের রেকর্ড অবশ্যই ভেঙে দিতে পারেন কোহলি।

৪৬৩ ওয়ানডে ম্যাচ খেলে শচীন করেছেন ৪৯টি সেঞ্চুরি। সর্বাধিক ওয়ানডে সেঞ্চুরি করার তালিকায় দুই নম্বরেই রয়েছেন কোহলি। ২৪৮ ম্যাচে ভারত অধিনায়ক করেছেন ৪৩টি সেঞ্চুরি। টেস্টেও সর্বাধিক সেঞ্চুরি করার তালিকায় এক নম্বরে আছেন শচীন (২০০ টেস্টে ৫১ সেঞ্চুরি)। ৮৬ টেস্টে কোহালির সংগ্রহ ২৭ সেঞ্চুরি। অর্থাৎ কিংবদন্তি শচীনের রেকর্ড ভাঙতে গেলে আন্তর্জাতিক ক্রিকেটে আরো ৩১টি সেঞ্চুরি করতে হবে কোহালিকে। অনেকেই মনে করেন, ওয়ানডে সেঞ্চুরি করার তালিকায় এক নম্বরে উঠে আসতে খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না কোহালিকে।

ব্রেট লির মতে, শচীনের অবিশ্বাস্য ১০০ সেঞ্চুরির রেকর্ড ভাঙতে হলে ৩টি জিনিসের প্রয়োজন। এক, প্রতিভা। দুই, ফিটনেস। তিন, মানসিক কাঠিন্য। আর এই তিনটি গুণই কোহলির আছে বলে মনে করেন অস্ট্রেলিয়ার এই প্রাক্তন ফাস্ট বোলার।

লির কথায়, ‘এর মধ্যে প্রথমটাকে আমরা হিসেবের বাইরে রাখতে পারি। কোহলির প্রতিভা নিয়ে কোনও সংশয় নেই। যে কারণে প্রতিভা কোনও বাধা হবে না।’

তিনি আরো বলেন, ‘এর পরে আসবে ফিটনেস। কোহলির ফিটনেস নিয়েও কোনো সমস্যা নেই। আমি মনে করি, শচীনের রেকর্ড ভাঙার ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাপার হবে ফিটনেস। তিন নম্বরে মানসিক কাঠিন্য। দেশের বাইরেও কঠিন ম্যাচগুলোয় ভালো করা।’

ব্রেট লি বলেন, ‘শচীনের রেকর্ড ভাঙার জন্য যে গুণগুলোর প্রয়োজন, তা কোহলির আছে। কিন্তু মনে রাখতে হবে আমরা শচীনের কথা বলছি। এক জন ‘ঈশ্বর’কে পিছনে ফেলার কথা বলছি। তাই দেখা যাক কী হয়।’

অস্ট্রেলিয়ার হয়ে ৭৬টি টেস্ট এবং ২২১টি ওয়ানডে খেলা লি আরো বলেন, ‘এখানে আমরা অবিশ্বাস্য সব সংখ্যার কথা বলছি। তবে কোহলি এখন যেভাবে খেলছে, তাতে মনে হচ্ছে সাত-আট বছরের মধ্যে এই রেকর্ড সহজেই ভেঙে দিতে পারবে ও।’

 

সুত্রঃ কালের কণ্ঠ