৭ নভেম্বরের মধ্যে অটোরিকশার ডান পাশ বন্ধের নির্দেশ পুলিশের

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগর এলাকার সকল অটোরিক্সার ডান পাশ বন্ধ করার নির্দেশ দিয়েছে মেট্রোপলিন পুলিশ। আজ বুধবার নগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার ইফাতেখায়ের আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নগর এলাকার ট্রাফিক ব্যবস্থাপনা আরো বেশি সু-শৃঙ্খল করতে ও সড়ক দুর্ঘটনা এড়াতে এমন উদ্যোগগ্রহণ করেন  কমিশনার জনাব একেএম হাফিজ আক্তার (বিপিএম)। তার নির্দেশনায় আগামী ৭ নভেম্বর এর মধ্যে অটোরিকশার ডান পাশ বন্ধ করার জন্য মালিকদের জানানো হয়েছে। এতে করে দুর্ঘটনা অনেক কমবে বলে আশা করা হচ্ছে।

এতে বলা হয়েছে,  অটোরিকশার ডান পাশ দিয়ে যাত্রী ওঠানামা করতে গিয়ে সম্প্রতি সময়ে বেশ কিছু দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এ কারণে ডানপাশ দিয়ে যাত্রী ওঠানামা বন্ধ হলে দুর্ঘটনা কমে বলে ধারনা করা হচ্ছে। এ লক্ষে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এছাড়া এবিষয়ে লিফলেট বিতরণ ও মাইকিং করা হচ্ছে। আগামী ৭ নভেম্বর এর মধ্যে অটোরিকশার ডান পাশ বন্ধ করার জন্য মালিকদের জানানো হয়েছে। অটোরিকশার ডান পাশ বন্ধ না করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।

 

স/আ