৭ নভেম্বরের ইতিহাসকে বিকৃত করছে সরকার : মির্জা ফখরুল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৭ নভেম্বরের ইতিহাসকে সরকার বিকৃত করছে। এ ছাড়া বিপ্লব ও সংহতি দিবসে সমাবেশ করার আবেদন নিয়ে পুলিশ মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন তিনি।

 

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলে আজ সোমবার দলের নেতাকর্মীদের উপস্থিতিতে মির্জা ফখরুল সাংবাদিকদের এসব কথা বলেন। প্রতিবারের মতো ৭ নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করতে আজ সেখানে উপস্থিত হয়েছিলেন দলের বিপুল নেতাকর্মী।

 

৭ নভেম্বরের তাৎপর্য বর্ণনা করতে গিয়ে বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, দেশে গণতন্ত্র আজ নির্বাসিত।

 

বিএনপির মহাসচিব আরো বলেন, ব্রাহ্মণবাড়িয়ার মতো বিভিন্ন স্থানে হিন্দুদের ওপর নির্যাতন চালিয়ে এর দায় বিএনপির ওপর চাপিয়ে দিচ্ছে আওয়ামী লীগ।

 

আজ সকাল ১১টার কিছু পর সমাধিস্থলে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলের স্থায়ী কমিটির সদস্য আর সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাজারে শ্রদ্ধার্ঘ্য এগিয়ে দেন বেগম জিয়া। পরে ফাতেহা পাঠ ও মোনাজাতে মরহুমের আত্নার মাগফিরাত এবং দেশ ও জনগণের কল্যাণ কামনা করা হয়।

সূত্র: এনটিভি