৭ টি বিষয়ে সৃজনশীল প্রশ্ন বাতিলের দাবিতে মানবন্ধন

নিজস্ব প্রতিবেদক:
২০১৭ সালের এসএসি পরীক্ষায় ৭ টি বিষয়ে সৃজনশীল প্রশ্ন বাতিলের দাবিতে মানবন্ধন করেছে হাই স্কুলের শিক্ষার্থীরা।

আজ শনিবার সকাল ৯ টায় নগরীর ফায়ার সার্ভিস মোড় থেকে শুরু হয়ে সাহেববাজার জিরোপয়েন্টে এসে মানববন্ধনটি সভায় পরিণত হয়ে।

এ মানবন্ধনে রাজশাহী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা দাবি করেন, ৭ টি বিষয়ে সৃজনশীল ও ৩০ টি নৈব্যাক্তি” পদ্বতি বাতিল করে পূর্বের পদ্বতি বহাল রাখা হোক ।

শিক্ষার্থীরা বলেন, আমরা তো রোবট না যে পোগ্রাম পরিবর্তন করলেই নতুন পদ্বতিতে অভ্যস্ত হয়ে উঠবো । তারা আরো বলে বারবার পরীক্ষা পদ্বতি পপরিবর্তন করে শিক্ষার মান  উন্নত করা সম্ভাব নয় বরং শিক্ষার্থীদের কথা এবং দেশের কথা চিন্তা করে সঠিক কাঠামোতে পরীক্ষা নেওয়া হোক ।

পরীক্ষার দুই তিনমাস আগে পরীক্ষা কাঠামো পরিবর্তন করে শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করা হোক। শিক্ষার্থীরা আরো বলে আগামীকাল শিক্ষামন্ত্রী বৈঠক করতে চেয়েছেন বৈঠকে যদি আমাদের দাবি না মানা হয় তবে আগামী ১০ তারিখে আমরা আবারো কর্মসূচি অব্যাহত রাখবো।

স/তা