৬ লাখ বছরের প্রাচীন পাথর দিয়ে রামের মূর্তি গড়া শুরু

সিল্কসিটি নিউজ ডেস:

ভারতের অযোধ্যার মন্দিরে রামের মূর্তি তৈরি করার জন্য নেপাল থেকে আনা হয়েছে ছয় লাখ বছরের প্রাচীন পাথর। ২০২৪ সালের মকর সংক্রান্তিতেই রামমন্দিরের জন্য রামের নতুন মূর্তি স্থাপন করতে চেয়েছিল রামমন্দির ট্রাস্ট। সেই লক্ষ্যেই নেপাল থেকে আনা হয়েছে প্রাচীন এই পাথর। দুটি পাথরের একটির ওজন ১৮ টন এবং অন্যটি ১২ টনের।

রামায়ণে বলা হয়েছে, রামের শ্বশুরবাড়ি নেপালে। সীতা ছিলেন নেপালের রাজা জনকের কন্যা। নেপালের জনকপুরে শুক্লা পঞ্চমীর দিনে রাম ও সীতার বিবাহ উদযাপন করা হয়। ফলে রামমূর্তির জন্য নেপাল থেকে শালগ্রাম শিলা আসা তাৎপর্যপূর্ণ। তাই নেপালের গণ্ডকী নদী থেকে তোলা পবিত্র দুটি পাথর থেকেই রাম এবং সীতার মূর্তি তৈরি করা হবে। এই পাথর বা শিলাগুলো ‘শালগ্রাম শিলা’ নামে পরিচিত। হিন্দু ধর্মাবলম্বীরা শালগ্রাম শিলাকে পবিত্র মনে করে।

সূত্র: কালের কণ্ঠ