৬টি সৃজনশীলের দাবিতে রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:

সাতটি সৃজনশীল বাতিল করে ৬টির দাবিতে রাজশাহী নগরীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ২০১৭ সালের হাজারো পরীক্ষার্থী। বৃহস্পতিবার সকালে তারা এ বিক্ষোভ করে।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সোয়া ১০টার দিক থেকে রাজশাহী নগরীর বিভিন্ন স্কুল থেকে সহস্রাধিক শিক্ষার্থী এসে জিরোপয়েন্টে জড়ো হয়। তারা সবাই আগামী ২০১৭ সালের এসএসসি পরীক্ষার্থী।

14509345_784506091652530_1190671287_n-copy

এরপর তারা সাতটি সৃজনশীল পরীক্ষার পরিবর্তে ৬টি করার দাবিতে প্রথমে মানববন্ধন করে।  পরে তারা সেখান থেকে মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর সেখানেই এসে বিক্ষোভ করে।

14518376_784507998319006_935585159_n-copy

এসময় শিক্ষার্থীরা বলে, প্রি-পরীক্ষার আগেও তাদের জানানো হয়নি সাতটি সৃজনশীলে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন পরীক্ষার মাত্র কিছুদিন আগে এ সিদ্ধান্ত জানানো হচ্ছে। এতে তাদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হতে পারে। এ আশঙ্কায় শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেয় বলেও জানায় তারা।

 

স/আর