৪ মের মধ্যে বন্দরের কন্টেইনার খালাস করলে ভাড়া মওকুফ

আগামী ৪ মে-এর মধ্যে আমদানি করা সব কন্টেইনার খালাস করলে কোনো ভাড়া নেবে না বলে ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বন্দর।

মঙ্গলবার চট্টগ্রাম বন্দরের পরিচালক (ট্রাফিক) এনামুল করিম স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

আদেশে বলা হয়, জট কমাতে সব ধরনের কন্টেইনারের ভাড়া শতভাগ মওকুফের সিদ্ধান্ত হয়েছে। আগামী ৪ মে পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

মহামারী করোনা বিস্তার প্রতিরোধে লকডাউনের কারণে আমদানি করা কন্টেইনার খালাস না হওয়ায় চট্টগ্রাম বন্দরে বিরাট জট লেগেছে। এর অবস্থায় গত সোমবার পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকিএমইএর অনুরোধের প্রেক্ষিতে সোমবার শুধু তাদের সদস্যদের আনা কন্টেইনার ৪ মে পর্যন্ত খালাস করলে শতভাগ ভাড়া মওকুফের ঘোষণা দিয়েছিল বন্দর কর্তৃপক্ষ।

কিন্তু মঙ্গলবার এ সুবিধা সব আমদানিকারকদের দেয়ার ঘোষণা দিল বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, বন্দরে বর্তমানে ৪৭ হাজারের মতো কন্টেইনার রয়েছে, যা ধারণ ক্ষমতার কাছাকাছি পৌঁছে গেছে। করোনা প্রতিরোধে ঘোষিত সাধারণ ছুটির কারণে বন্দরে কন্টেইনারের জট লেগে গেছে। তাই ছুটি ঘোষণার পর গত ২৭ মার্চ থেকে ৪ মে পর্যন্ত যেসব পণ্যভর্তি কন্টেইনার আসছে বা আসবে, তা ৪ মের মধ্যে আমদানিকারকরা বন্দর থেকে ডেলিভারি নিলে সেসবের বিপরীতে আদায়যোগ্য ভাড়া শতভাগ মওকুফ করা হবে।

জট কমাতে বন্দরে জমে থাকা কন্টেইনার অফডকে নেয়াসহ নানা উদ্যোগ নিলেও তাতে কাঙ্ক্ষিত ফল না আসায় ভাড়া মওকুফের এই সিদ্ধান্ত নেয়া হল।