৪ বছর পর নতুন গান নিয়ে ‘দূরে কোথাও’খ্যাত শিল্পী তৌসিফ

দীর্ঘ চার বছর পর গানের ভূবনে ফিরেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তৌসিফ।

এক সময় তৌসিফের অ্যালবাম মানেই শ্রোতাপ্রিয়তা পাওয়া বেশ কিছু গান। যা অবমুক্তের পর থেকে সঙ্গীতপ্রেমীদের মুখে মুখে ধ্বনিত হতো।

এদের মধ্যে ‘বৃষ্টি ঝরে যায়’, ‘দূরে কোথাও’, ‘এক পলকে’, ‘আমারে ছাড়িয়া’গানগুলো এখনও সঙ্গীতপ্রেমীদের পছন্দের শীর্ষে আছে।

আকাশচুম্বী জনপ্রিয়তার মাঝে হঠাৎ করেই হারিয়ে গিয়েছিলেন এই শিল্পী। গেল চার বছর বেশ অনিয়মিত এই সংগীতশিল্পী।

অবশেষে ভক্ত-অনুরাগীদের মাঝে সুর ছড়িয়ে দিয়ে নিরবতা ভাঙ্গলেন। গাইলেন ‘চোখে মেঘ জমেছে’ শিরোনামে একটি গান।

গত ২১ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে তার সেই গান, যা ইতিমধ্যে শ্রোতাদের হৃদয়ে স্থান করে নিয়েছে।

গানটির কথা লিখেছেন স্যামুয়েল হক। সুর করেছেন শিল্পী তৌসিফ নিজেই।

গানটি প্রসঙ্গে শিল্পী যুগান্তরকে বলেন, ‘নিজের মতো করে একটা গান করব বলে সময় চলে যেতে থাকে। কিছুতেই একটা আবেগ মাখানো সুর আসছিল না মাথায়। হঠাৎ স্যামুয়েল হক গানের প্রথম ৪টা লাইন পাঠান। সবচেয়ে অবাক করার বিষয় হলো গানের এই চারটা লাইন পড়ার কয়েক মিনিট এর মধ্যেই এই সুরটা করে ফেলি। আমার মনে হচ্ছিল যে, এতদিন এই গানটার জন্যই হয়তো আমার অপেক্ষা ছিল।’

গানটির বিষয়ে আশাবাদী তৌসিফ। তিনি জানান, ভক্তরা তার কাছে যে ধরনের গান প্রত্যাশা করেন, ‘চোখে মেঘ জমেছে’ ঠিক তেমনই একটি গান। বলতে গেল, দীর্ঘ চার বছর পর এই গান দিয়েই ‘দূরে কোথাও’-এর সেই তৌসিফকে সঙ্গীতপ্রেমীরা ফিরে পাবেন।

১৫ বছরের ক্যারিয়ারে জনপ্রিয়তা তুঙ্গে থাকাবস্থায় অনিয়মিত ছিলেন এমন প্রশ্নে তৌসিফ বলেন, ‘পরপর অনেক গান করে ফেলেছিলাম। এ ছাড়া স্ত্রী-সন্তানকে সময় দেয়াসহ চাকরি নিয়েই ব্যস্ত হয়ে পড়ি । সে কারণে আর হয়ে ওঠা হয়নি। এখন কিছুটা ফুরসত বের করে নিয়মিতই গান করব বলে পরিকল্পনা নিয়েছি।’

তৌসিফের ‘চোখে মেঘ জমেছে’গানটির ভিডিওচিত্র দেখুন –

 

 

সূত্রঃ যুগান্তর