৪৫ দিনের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ইনি

সিল্কসিটিনিউজ ডেস্ক: একেই বলে কপাল খুলে যাওয়া৷ ছিলেন দেশের পেট্রোলিয়াম মন্ত্রী৷ হয়ে গেলেন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী৷ আগামী ৪৫ দিন পাকিস্তানের শাসক শাহিদ আব্বাসি৷

পানামা পেপারসে বহু কোটি টাকা দুর্নীতির মামলায় নওয়াজ শরিফের কুর্সি হাতছাড়া হতেই ক্ষমতার একেবারে শীর্ষে পৌঁছে গেলেন শাহিদ আব্বাসি৷ অল্পদিনের জন্য তবুও দেশের প্রধানমন্ত্রীর তালিকায় তাঁর নাম উঠে গেল চিরতরে৷

নওয়াজ ক্ষমতা থেকে অপসারিত হতেই প্রধানমন্ত্রী হিসেবে দল সিলমোহর দেয় তাঁর ভাই শাহবাজকে৷ তবে তিনি জাতীয় আইনসভার সদস্য (পড়ুন সাংসদ) নন৷ তিনি পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী ও সেখানকার আইনসভার সদস্য (পড়ুন বিধায়ক)৷ এবার সেই পদ ছেড়ে অন্তর্বর্তী নির্বাচনে জয়ী হয়েই শাহবাজ শরিফকে জাতীয় আইনসভার সদস্য হতে হবে৷ ততদিন পর্যন্ত অন্তর্বর্তী প্রধানমন্ত্রী থাকবেন শাহিদ আব্বাসি৷

শাহিদ আব্বাসি তেমন পরিচিত মুখ নন৷ উত্তর পাকিস্তানের রাওয়ালপিন্ডির অন্যতম শৈলশহর মুরির বাসিন্দা তিনি৷ পাক জাতীয় আইনসভার রাওয়ালপিন্ডি থেকে নির্বাচিত পিএমএল(এন) সদস্য৷ বেশ কয়েকবার মন্ত্রী হয়েছেন৷ গত নির্বাচনে জিতে নওয়াজ শরিফ মন্ত্রিসভার পেট্রোলিয়াম মন্ত্রী হন৷