৩৩ হাজার কেজি আম নিয়ে ছুটলো ম্যাঙ্গো স্পেশাল ট্রেন, লোকসান ৮২ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে রাজশাহী হয়ে আজ সন্ধ্যায় ছুটে গেছে আমবাহী ম্যাংগো স্পেশাল ট্রেন। প্রথম দিনে ৩৩ হাজার কেজি আম পরিবহন করেছে ট্রেনটি। এ থেকে আয় হয়েছে মাত্র ৩৮ হাজার টাকা। কিন্তু ট্রেনটির একদিনের খরচ ১লাখ ২০ হাজার টাকা। ফলে লোকসান হয়েছে ৮২ হাজার টাকা। গত বছরও প্রায় তিনগুন লোকসান গুনতে হয়েছিলে ট্রেনটিকে। ফলে এক সপ্তাহ পরে বন্ধ করে দেয়া হয়েছিল ট্রেনটি। এবারও ডামাডোল করে চালু করা হলো এ ট্রেন। তবে এবার আরও বেশি লোকসান গুনতে হবে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই লোকসানের ঘানি টেনে রেল কর্তৃপক্ষ কেন স্পেশাল ট্রেন চালু করলেন, তা নিয়েও দেখা দিয়েছে প্রশ্ন।

এদিকে যে পরিমাণ আম পরিবহন হচ্ছে তা আন্তঃনগর ট্রেনের লাগেজ ভ্যানে এবং ঢাকা মেইল ট্রেনে পাঠানো যেত। অথবা ম্যাংগো স্পেশাল ট্রেনের সঙ্গে পাঁচটি যাত্রীবাহী বগি লাগিয়ে যাত্রী পরিবহন করা সম্ভব ছিল। তাহলে অন্তত লোকসান গুনতে হতো না। এতে যাত্রী পরিবহন বাবদই কেবল ২লাখ টাকা আয় হতো।

একটি সূত্র জানায়, এ বছর এমনিতেই আমের সঙ্কট। এর মধ্যে ট্রেনে আম পরিবহণ করে রেলের লোকসান ছাড়া লাভের কোনো সুযোগ নাই।

জানতে চাইলে পশ্চিমাঞ্চল রেলের জিএম অসীম কুমার তালুকদার বলেন, এ বছর লোকসান হবে আগেই শঙ্কা করা হচ্ছিল। তবে প্রয়োজনে দুই-একদিনের মধ্যেই ম্যাঙ্গো স্পেশাল ট্রেন বন্ধ করে দেয়া হবে।

স/আর