৩০ দিনের ছুটিতে যাচ্ছে রাবি, খোলা থাকবে হল

রাবি প্রতিনিধি:

আগামীকাল থেকে ৩০ দিনের ছুটিতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আযহা উপলক্ষ্যে মোট ৩০ দিনের ছুটিতে যাচ্ছে ক্যাম্পাস। তবে ছুটিতে বিশ্ববিদ্যালয়ের ১৭টি আবাসিক হল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে হল প্রশাসন। তবে বন্ধ থাকবে হলের ডায়নিং।

আজ মঙ্গলবার (০৬ জুন) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক হাসনা হেনা। তিনি জানান, গতবারের ন্যায় এবারও ঈদের  ছুটিতে হল খোলা থাকছে। ফলে শিক্ষার্থীরা হলে অবস্থান করতে পারবেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গ্রীষ্মকালীন ও ঈদুল আযহা উপলক্ষ্যে ৭ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে ১১ থেকে ১৫ জুন এবং ২৫ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে অতি জরুরি বিভাগ যেমন- পানি, বিদ্যুৎ, চিকিৎসা, প্রহরাব্যবস্থা, টেলিফোন প্রভৃতি যথারীতি নিয়মে চালু থাকবে বলে জানানো হয়।