‘৩০ থেকে তিন’, প্রথম বিশ্বকাপেই বাজিমাত বাংলার মেহুলির

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কেরিয়ারের প্রথম সিনিয়র বিশ্বকাপ৷সেটাও মাত্র ১৭ বছর বয়সে৷বাংলার মেয়ে মেহুলি ঘোষের মেক্সিকো উড়ে যাওয়ার আগে তাই কোচ জয়দীপ কর্মকার বলেছিলেন, ‘এই বয়সে ওর থেকে পদক আশা করা অন্যায় হবে,১৭ বছর বয়সে বিশ্বশুটিংয়ে নামা সহজ কথা নয়৷ প্রথম ৩০ থাকলে সেটাই বড় প্রাপ্তি হবে৷’

৩০ নয়, তিনে শেষ করলেন বৈদ্যবাটির মেয়ে৷ কেরিয়ারের প্রথম বিশ্বকাপেই ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে নেন মেহুলি৷ শনিবার সিনিয়র শুটিং বিশ্বকাপে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টের ফাইনালে ব্রোঞ্জ জিতলেন বাংলার মেহুলি ঘোষ৷ফাইনালে স্কোর করেন ২২৮.৪৷ বাংলা থেকে মাত্র ১৭ বছর বয়সে সিনিয়র স্তরের এই প্রতিযোগিতায় গিয়ে আগেই রেকর্ড গড়ে ফেলেছিলেন মেহুলি৷এবার বিশ্বকাপের আসরে ব্রোঞ্জ জিতে ইতিহাসের পাতায় নাম তুলে ফেললেন বছর ১৭ এর এই শুটার৷শনিবার ব্রোঞ্জ জিতে ভারতীয় শুটিং মহলে আলোড়ন ফেলে দিলেন প্রাক্তন অলিম্পিয়ান জয়দীপ কর্মকারের ছাত্রী৷তাঁকে এখন ভারতীয় শুটিংয়ের সেরা সম্ভবনা বলা হচ্ছে৷মেহুলির সম্পর্কে বলে হচ্ছে, টোকিও অলিম্পিকে ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে বৈদ্যবাটির এই শুটারের হাত ধরেই ভারত পদক জিততে পারে৷ ৫ তারিখ মেহুলি নামবেন মিক্স ডাবলসে৷

অন্যদিকে মেক্সিকোর গুয়াদালাজারায় অনুষ্ঠিত আইএসএসএফ ওয়ার্ল্ড কাপের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টেের পুরুষ বিভাগে প্রথমবার অংশ নিয়ে সোনা জিতলেন শাহজার রিজভি৷ আত্মপ্রকাশেই সোনা জিতে ইভেন্টটিকে স্মরণীয় করে রাখলেন তরুণ এই ভারতীয় শ্যুটার৷ ফাইনালে রেকর্ড ২৪২.৩ পয়েন্ট স্কোর করে রিজভি পরাজিত করেন জার্নানীর ক্রিশ্চিয়ান রিৎজকে৷ ২৩৯.৭ পয়েন্ট স্কোর করে রুপো জেতেন জার্মান শ্যুটার৷

একই ইভেন্টে ২১৯ পয়েন্ট স্কোর করে ব্রোঞ্জ পদক জেতেন আর এক ভারতীয় শ্যুটার জিতু রাই৷ মোট তিন জন ভারতীয় শ্যুটার এই ইভেন্টের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছিলেন৷ শাহজার ও জিতু ছাড়া অপর ভারতীয় ছিলেন ওমপ্রকাশ মিতারভাল৷ ১৯৮.৪ পয়েন্ট স্কোর করে তিনি চতুর্থ স্থানে থেকে ইভেন্ট শেষ করেন৷

কলকতা ২৪x৭