২ শর্ত পূরণ করলেই বার্সায় ফিরবেন নেইমার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সাবেক ক্লাব বার্সেলোনায় ফিরতে চান নেইমার। ফের লিওনেল মেসির সঙ্গে জুটি বাঁধতে চান তিনি। কয়েক দিন ধরে এমন গুঞ্জনে সরব বিশ্ব ফুটবল অঙ্গন। তবে এ জন্য বার্সাকে দুটি শর্ত জুড়ে দিয়েছেনব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এ দুই শর্ত পূরণ হলেই ন্যু ক্যাম্পে ফিরবেন তিনি। তা কি সেই দুই শর্ত? এ জন্য আমাদের একটু বিস্তারিত আলোচনায় যেতে হবে।

ট্রান্সফার ফির বিশ্বরেকর্ড গড়ে (১৯৮ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড) গত আগস্টে বার্সা ছেড়ে পিএসজিতে যান নেইমার। সেখানে যাওয়ার পর থেকেই ফর্মের মগডালে রয়েছেন তিনি। ইনজুরির কারণে ছিটকে পড়ার আগে চলতি মৌসুমে ২৯ গোল করেছেন ২৬ বছর বয়সী এ ফুটবলার।

তবু শোনা যাচ্ছে, প্যারিসে ভালো নেই নেইমার। শিল্প-সাহিত্য, কৃষ্টি-কালচারে সমৃদ্ধ এ নগরী তার মন ভরাতে পারছে না। যত তাড়াতাড়ি সম্ভব পিএসজি ছাড়তে চান তিনি। ফের কাতালানদের সান্নিধ্য লাভ করতে চান হালের ফুটবল সেনসেশন।

স্প্যানিশ সংবাদমাধ্যম ডন ব্যালন জানিয়েছে, নেইমারের এমন ইচ্ছাকে সাধুবাদ জানিয়েছে বার্সা। তাকে ডেরায় ভেড়াতে ইতিবাচক সাড়া দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। তবে ব্রাজিল যুবরাজকে ফেরানোটা মোটেও সহজ হবে না তাদের। কারণ টানতে হলে এর আগে তার দেয়া দুটি শর্ত পূরণ করতে হবে দারুণ ফর্মে থাকা দলটিকে।

প্রথমত মেসির সমান বেতন দিতে হবে নেইমারকে। দ্বিতীয়ত ছোট ম্যাজিসিয়ানের সমান গুরুত্ব দিতে হবে তার মতামতকে। ফুটবলার কেনা থেকে শুরু করে দলের নীতিনির্ধারণী বিষয়েও মতামত নিতে হবে।

স্প্যানিশ সংবাদমাধ্যমটি আরও দাবি করেছে, নেইমারকে দলে টানতে কাতালান ক্লাবটিকে অনুরোধের বিষয়টি প্রকাশ্যে আনতে হবে মেসিকেই।

সম্প্রতি মার্সেইয়ের বিপক্ষে পিএসজির হয়ে খেলতে গিয়ে পায়ে চোট পান নেইমার। এতে তার ডান পায়ের পাতা ভেঙে যায়। সদ্যই সফল অস্ত্রোপচার হয়েছে। এখন তিনি রিও ডি জেনিরোও নিজের বিলাসবহুল বাড়িতে বিশ্রাম নিচ্ছেন।

এদিকে নেইমারকে দলে টানতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। যত টাকাই লাগুক না কেন- আসছে গ্রীষ্মেই তাকে দলে টানতে চায় দলটি। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাবের কার ডেরায় ভেড়েন সেলেকাও সুপারস্টার।

যুগান্তর