২ বছর পর রাতের কারফিউ বাতিল করল দক্ষিণ আফ্রিকা

ওমিক্রনসহ গোটা করোনা সংক্রমণকেই নিয়ন্ত্রণে এসেছে দক্ষিণ আফ্রিকায়। এ কারণে ২ বছর পর রাতের কারফিউ বাতিল করেছে দেশটি।

যদিও ওমিক্রন নিয়ে বিশ্বকে প্রথম সতর্ক করেছিল দক্ষিণ আফ্রিকা। এরপরই একের পর নিষেধাজ্ঞার কবলে পড়েছিল দেশটি।

দক্ষিণ আফ্রিকার সরকার বলেছে, করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণের হার, ভ্যাকসিনেশন ও স্বাস্থ্যখাতের সক্ষমতার কথা বিবেচনা করে আগের সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়েছে।

সরকারের এ সিদ্ধান্তে সন্তুষ্টি প্রকাশ করেছে দেশটির জনগণ ও ব্যবসায়ীরা। গত ২ বছরের কড়া বিধি-নিষেধ ও রাত্রিকালীন কারফিউয়ের কারণে দেশটির বাণিজ্যখাতে ব্যাপক ক্ষতি হয়েছে।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন