শনিবার , ৩ অক্টোবর ২০২০ | ১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

২৯ সদস্যের জার্মান স্কোয়াড ঘোষণা করলেন জোয়াকিম লো

Paris
অক্টোবর ৩, ২০২০ ৯:০০ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ম্যাচ সামনে রেখে ২৯ সদস্যের বড় স্কোয়াড ঘোষণা করেছেন জার্মান জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জোয়াকিম লো। অক্টোবরের তুরস্ক, সুইজারল্যান্ড ও ইউক্রেনের বিপক্ষে বড় স্কোয়াড ঘোষণা করেন জার্মান প্রধান কোচ।

দলে ইউরোপীয় চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ থেকে ডাক পেয়েছেন পাঁচ খেলোয়াড়। গত মাসে নেশন্স লিগের দুটি ম্যাচেই সুবিধা করতে পারেনি জার্মানরা। স্পেন ও সুইজারল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচেই ড্র করেছে ১-১ গোলে।

বড় দল গঠনের কারণ ব্যাখ্যা করে জার্মান কোচ বলেন, ‘তিন ম্যাচে পর্যাপ্ত বিকল্প রাখার জন্যই আমরা কিছুটা বড় স্কোয়াড গঠন করেছি।’ স্কোয়াডটিকে তিনি দুই ভাগে ভাগ করেছেন বলে জানান। প্রথম গ্রুপটি খেলবে তুরস্কের বিপক্ষে ঘরের মাঠের প্রীতি ম্যাচে। আগামী বুধবার কোলনে অনুষ্ঠিত হবে ম্যাচটি। দ্বিতীয় দলটিতে রয়েছে প্রথম পছন্দের তারকা ফুটবলাররা। কিয়েভে নেশন্স লিগের ম্যাচে তারা ইউক্রেনের মোকাবেলা করবে। এরপর কোলনে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে জার্মানরা। উরুর ইনজুরি সত্বেও রিয়াল মাদ্রিদ তারকা টনি ক্রসকে দলভুক্ত করেছেন লো।

 

দুই সপ্তাহ আগে কোভিড-১৯ টেস্টে পজিটিভ ফল পাওয়া মিডফিল্ডার ইলকি গুন্ডোগানকে অবশ্য স্কোয়াডের বাইরে রাখা হয়েছে।

জার্মান স্কোয়াড:
গোলরক্ষক : ম্যানুয়েল নয়ার, বার্নড লেনো ও কেভিন ট্র্যাপ
রক্ষণভাগ: এমরে ক্যান, ম্যাথিয়াস জিন্টার, রবিন গোসেন্স, মার্সেল হালসটেনবার্গ , বেঞ্জামিন হেনরিচ, লুকাস ক্লোস্টারম্যান, রবিন কোচ, এন্টনিও রজার, নিকো সুলজ, নিক্লাস স্টার্ক, নিকোলাস সুলে ও জোনাথন তাহ।
মিডফিল্ডার: নাদিম আমিরি, জুলিয়ান ব্রান্ডেট, মাহমুদ দাউদ, জুলিয়ান ড্রাক্সলার, সার্জি জিনাব্রে, লেওন গোয়েতকা, কাই হাবার্ট, জোনাস হফম্যান, জসুয়া কিমিচ, টনি ক্রোস, ফ্লোরিয়ান নিউহাউস ও স্যুট সর্দার।
স্ট্রাইকার: লুকা ওয়াল্ডস্মিড ও টিমো ওয়ার্নার।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - খেলা