২৯ মে থেকে রাজশাহীতে ট্রেনের অগ্রিম টিকিট

নিজস্ব প্রতিবেদক: ঈদ উল ফিতর উপলক্ষে আগামী ২৯ মে থেকে রাজশাহীতে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। চলবে একাধারে ২ জুন পর্যন্ত। এসব দিনে যাত্রীরা সকাল নয়টা হতে বিকাল চারটা পর্যন্ত টিকিট কাটতে পারবেন। এক্ষেত্রে একজন ব্যক্তি বা যাত্রী একসঙ্গে সর্বোচ্চ চারটির বেশি টিকিট কাটতে পারবেন না বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন রেলওয়ে পশ্চিমাঞ্চল কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের সুবিধার্থে ২৯ মে থেকে ২ জুন পর্যন্ত টানা পাঁচদিন অগ্রিম টিকিট বিক্রি অব্যাহত থাকবে। এক্ষেত্রে যাত্রীরা ঈদ পরবর্তী ৭ জুনের টিকিট ২৯ মে, ৮ জুনের টিকিট ৩০ মে, ৯ জুনের টিকিট ৩১ মে, ১০ জুনের টিকিট ১ জুন এবং ১১ জুনের টিকিট ২ জুন কাটতে পারবেন। এসব দিনে যাত্রীদের জন্য সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত টিকিট বিক্রি অব্যাহত থাকবে বলে জানায় রেলওয়ে পশ্চিমাঞ্চল কর্তৃপক্ষ।

রেলওয়ে পশ্চিমাঞ্চল কর্তৃপক্ষ আরো জানায়, ঈদের দিন সকল আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ থাকবে।

স/শা