২৯ বছর পর নারী বিশ্বকাপে যে রেকর্ড হলো

চলমান ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই বাজিমাত করেছে বাংলাদেশ নারী দল। নিগার সুলতানার নেতৃত্বাধীন দলটি পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম আসরেই ইতিহাস গড়ে।

বাংলাদেশ নারী দলের মতোই এবারের বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দল অন্তত একটি করে ম্যাচে জয়লাভ করেছে। নারী বিশ্বকাপে এ নিয়ে তৃতীয়বার এমন নজির হলো।

সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়লাভ করে পাকিস্তান। এ ম্যাচে জয়ের মধ্য দিয় ২৯ বছর আগের বিশ্বকাপ রেকর্ড স্পর্শ করল অংশগ্রহণকারী দলগুলো।

এর আগে ১৯৭৩ সালে ৭টি টিম অংশ নিয়েছিল মেয়েদের বিশ্বকাপে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্টারন্যাশনাল একাদশ, জ্যামাইকা, নিউজিল্যান্ড, ত্রিনিদাদ অ্যান্ড টোবাকো এবং ইয়ং ইংল্যান্ড এই সাত দল অন্তত একটি করে ম্যাচে জিতেছিল।

এর ২০ বছর পর একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। সেবার অংশ নিয়েছিল ৮টি দল। অস্ট্রেলিয়া, ডেনমার্ক, ইংল্যান্ড, ভারত, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। এই ৮টি দলের মধ্যে প্রতিটি দল অন্তত একটি করে ম্যাচ জিতেছিল।

ফের ২৯ বছর পর নারীদের বিশ্বকাপে অংশগ্রহণকারী ৮টি দলই কমপক্ষে একটি করে ম্যাচ জেতার নজির গড়ল।

 

সূত্রঃ যুগান্তর