শনিবার , ২৯ জুন ২০২৪ | ১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

২৮ অক্টোবরের পর নয়াপল্টনে আজ প্রথম সমাবেশ বিএনপির

Paris
জুন ২৯, ২০২৪ ৯:৫৭ পূর্বাহ্ণ

 

সিল্কসিটি নিউজ ডেস্ক

দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। দুপুর আড়াইটায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

জানা গেছে, সমাবেশকে কেন্দ্র করে বড় জমায়েতের প্রস্তুতি নিয়েছে দলটি। এতে ঢাকা মহানগর ছাড়াও এর আশাপাশের জেলা ও মহানগর থেকেও নেতাকর্মীদের অংশ নিতে বলা হয়েছে। বিএনপিপন্থী পেশাজীবী সংগঠনগুলোর নেতাকর্মীরাও এতে অংশ নেবেন। ২৮ অক্টোবরের পরে এটি বিএনপির বড় জমায়েত হতে যাচ্ছে।

একই দাবিতে আগামী ১ জুলাই ঢাকা বাদে সব মহানগর ও ৩ জুলাই সব জেলায়ও সমাবেশ করবে বিএনপি। এতে স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতারা প্রধান অতিথি হিসাবে অংশ নেবেন।

আজ নয়া পল্টনের সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

এছাড়াও বক্তব্য দেবেন স্থায়ী কমিটির সদস্যবৃন্দসহ কেন্দ্রীয় ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা।

নয়াপল্টনের এই সমাবেশ সফল করার জন্য বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে। কয়েক দিন ধরে তিনি বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন এবং নানা দিকনির্দেশনা দেন।

সর্বশেষ - রাজনীতি