২৬ ঘন্টা বিদ্যুৎ বিহিন বাগমারা

বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারায় উপজেলায় টানা ২৬ ঘন্টা বিদ্যুৎ ছিলো না। গত শনিবার সকাল ১১টার দিকে ঝড় বৃষ্টিরর পর থেকে উপজেলার সর্বত্রই বিদ্যুৎ লাইন অচল হয়ে পড়ে। 

পরে ২৬ ঘন্টার পর বিদ্যুৎ সংযোগ পাওয়া গেছে।

উপজেলা পল্লী বিদ্যুৎ কেন্দ্রের ডিজিএম রেজাউল করিম জানান, হঠাৎ কাল বৈশাখী ঝড়ের কারণে উপজেলার ঝিকরা, রায় সেনপাড়া, বালানগরসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ লাইনের উপর গাছের ডাল-পালা ভেঙ্গে পড়ে। এতে করে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ হয়ে পড়ে। গতকাল মেইন লাইন মেরামত করা গেলেও বিদ্যুৎ রাইন চালু করা সম্ভাব হয়নি। লাইন অচল অবস্থায় রোববার দিন ভর পরিশ্রমের মাধ্যমে লাইন চালু করা সম্ভব হয়েছে।

তবে উপজেলার কিছু কিছু জায়গায় এখনো বিদুঃ চালু হয়নি। রোববার সন্ধ্যা নাগাদ সকল এলাকায় বিদ্যুৎ সঞ্চালন করা সম্ভব হবে বলে তিনি সিল্কসিটি নিউজকে জানান।

এদিকে কাল বৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় আম, ভূট্র, পাট, ও সবজি ক্ষেতের ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে প্রচুর বৃষ্টিতে বোর ক্ষেতের বেশ উপকারে এসেছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুর রহমান।

স/অ