২৪ ঘণ্টায় সর্বোচ্চ আক্রান্তের বিশ্ব রেকর্ড ভারতে

সিল্কসিটিনিউজ ডেস্ক: প্রতিবেশি দেশ ভারতে করোনা সংক্রমণ বেড়েই চলেছে।  কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না এই মহামারি।  দেশটিতে গত ২৪ ঘণ্টায় এক লাখ ৩ হাজারের বেশি নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন, যা দৈনিক হিসেবে বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে— গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন এক লাখ তিন হাজার ৫৫৮ জন।  এক বছরের বেশি সময় ধরে দেশটিতে করোনা ঝড় শুরু হওয়ার পর থেকে এটিই সর্বোচ্চ সংক্রমণ।

সবচেয়ে বাজে অবস্থা মহারাষ্ট্রে। অঙ্গরাজ্যটিতে রোববারই ৫৭ হাজার ৭৪ জন আক্রান্ত হয়েছেন। মোট সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে ২৯ লাখ।  রাজ্যটিতে লকডাউন চলছে।

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইতে একদিনের হিসাবে সর্বোচ্চ সংক্রমণ ধরা পড়েছে রোববার।  ১১ হাজার ১৬৩ জন আক্রান্ত হয়েছেন এদিন।

নতুন লক্ষাধিক সংক্রমণ নিয়ে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক কোটি ২৫ লাখ ৮৯ হাজার ৬৭ জন।

ওয়ার্ল্ডোমিটারসের সোমবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে এক লাখ তিন হাজার ৭৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৪৭৭ জন।  এ পর্যন্ত দেশটিতে মারা গেছেন এক লাখ ৬৫ হাজার ১৩২ জন।

করোনার দ্বিতীয় ঢেউ ভারত প্রকট আকার ধারণ করতে পারে এমন আশঙ্কা জানিয়ে আসছিলেন বিশেষজ্ঞরা। এ জন্য করোনার নতুন ধরনকে দায়ী করছেন তারা।

ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় প্রায় ৬১ হাজারের করোনা শনাক্ত হয়েছে যা একই সময়ে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ। এই সময় মারা গেছেন ১৮৫ জন।

এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণ ১৩ কোটি ১৯ লাখ ১০ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মারা গেছে প্রায় ২৮ লাখ ৬৬ হাজার জন। সুস্থ হয়ে উঠেছেন প্রায় ১০ কোটি ৬১ লাখ।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী ধরা পড়ে।  এটি বর্তমানে বিশ্বের ২১৩ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।  করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সূত্র: এনডিটিভি