২০৫০ সালের মধ্যে পেট্রলচালিত গাড়ি বন্ধের টার্গেট লস অ্যাঞ্জেলসে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আর মাত্র তিন দশকের মধ্যে পেট্রলচালিত গাড়ির ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ করে দেবে লস অ্যাঞ্জেলস। সেখানকার মেয়র এরিক গারসেট্টি গত সোমবার জানিয়েছেন, ২০৫০ সালের মধ্যে লস অ্যাঞ্জেলস হবে পেট্রলচালিত গাড়ি মুক্ত।

সপ্তাহখানেক আগে নিউইয়র্ক সিটি মেয়র যখন ঘোষণা করেন, সেখানকার প্রত্যেক ভবনে বাগান করার ব্যাপারে গুরুত্ব দেওয়া হবে, সে সময় উপস্থিত ছিলেন লস অ্যাঞ্জেলসের মেয়র। সেই গটনা থেকে অনুপ্রাণিত হয়ে সপ্তাহ খানেক পরেই তিনি এ ধরনের ঘোষণা দিলেন।

মেয়র বলেন, লস অ্যাঞ্জেলস এগিয়ে আসবে। তবে সারাবিশ্বকে এগিয়ে আসতে হবে। এভাবে আমরা পরিবেশ ঠিক রাখার লড়াই চালিয়ে যেতে পারি।

জানা গেছে, ২০২৫ সালের মধ্যেই পেট্রলচালিত ২৫ শতাংশ গাড়ি কমিয়ে ফেলা হবে, ২০৩৫ সালের মধ্যে ৮০ শতাংশ এবং ২০৫০ সালে শতভাগ করে ফেলা হবে।