‘২০৩০ সাল পর্যন্ত চলবে ইউক্রেন যুদ্ধ’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

২০৩০ সাল পর্যন্ত চলতে পারে ইউক্রেন যুদ্ধ-এমন ভবিষ্যদ্বাণী করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। ফ্রি রেডিও ইউরোপের বরাত দিয়ে রুশ সংবাদ মাধ্যম তাস রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

অরবান এক সপ্তাহ আগে তার ক্ষমতাসীন ফিডেজ পার্টির সঙ্গে রুদ্ধদার বৈঠকে কথা বলার সময় এ কথা বলেন। সম্প্রতি সেই কথোপকথনই সংবাদমাধ্যমে ফাঁস হয়েছে।

এই সংঘাতে ইউক্রেন তার মোট ভূখণ্ডের এক তৃতীয়াংশ থেকে অর্ধেকই হারাতে পারে সতর্ক করেছেন অরবান।

তিনি আরও বলেন, ইউক্রেনের সংকট স্থানীয় সংঘাত হিসেবে শুরু হলেও পশ্চিমাদের সম্পৃক্ততা এটিকে বৈশ্বিক বিষয়ে পরিণত করেছে।

এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, ইউক্রেনের অনেক জায়গায় ফের আক্রমণ শুরু করেছে রুশ বাহিনী।

রুশ মন্ত্রণালয়ের মতে, রুশ বাহিনী খেরসন, মাইকোলাইভ, খারকিভ এবং দোনেৎস্ক অঞ্চলে হামলা শুরু করেছে।

ইউক্রেনীয় বাহিনী খেরসনের প্রাভডাইনের কাছে একটি ব্যর্থ আক্রমণ চালিয়েছিল বলেও রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে।

তবে ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জাপোরিঝিয়াতে বিকিরণ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও দাবি করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, শনিবার পারমাণবিক কাছে ইউক্রেনের গোলাগুলির দুটি ঘটনা ঘটেছে।

প্রসঙ্গত, সম্প্রতি রুশ বাহিনীকে দেশ থেকে তাড়ানোতে ইউক্রেন বর্তমানে বহুমুখী পাল্টা আক্রমণ চালাচ্ছে। এরই মধ্যে রাশিয়ার এই হামলা শুরুর খবর সামনে এলো। সূত্র: যুগান্তর