১ জানুয়ারি থেকে রাজশাহী নগরীর ইজিবাইকের ভাড়া বৃদ্ধি কার্যকর

নিজস্ব প্রতিবেদক:



বছরের প্রথম দিন থেকে অতিরিক্ত তিন টাকা বেশি গুনতে হবে অটোরিক্সার যাত্রীদের। রাজশাহী নগরীতে চলাচলকারী অটোরিক্সার ভাড়া তিন টাকা বাড়ানো হয়েছে। যা এক জানুয়ারি (২০২১) থেকে কার্যকর হবে। যদিও এক কিলোমিটারের মধ্যে সর্বনিম্ন ৫ টাকা রাখা হয়েছে।

এছাড়া ৫ টাকার ভাড়া তিন টাকা বাড়িয়ে আট টাকা দিতে হবে যাত্রীদের। এতে করে আগের ভাড়ার চেয়ে শুধু তিন টাকা বেশি ভাড়া দিতে হবে।

এনিয়ে আজ শনিবার (১৯ ডিসেম্বর)  রাজশাহী মহানগর ইজিবাইক মালিক-শ্রমিক সমবায় সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, সমিতির সভাপতি শরিফুল ইসলাম সাগর। এসময় সমিতির অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

No photo description available.

সংবাদ সম্মেলনে জানানো হয়- অটোরিক্সা শুরু থেকে এক দফাও ভাড়া বাড়ানো হয়। তবে তিন দফা বেড়েছে বিদ্যুৎ বিল। বিগত ১০ বছরে  বিদ্যুৎ বিল বৃদ্ধি, দুই বেলা গাড়ী চলাচল, করোনা পরিস্থিতি ও দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে অটো চালক শ্রমিকরা বর্তমানে মানবেতর জীবন যাপন করছে। যার ফলে রাজশাহী মহানগরীর সকল রুটে পূর্বের ভাড়া থেকে তিন টাকা সমিতি কর্তৃক বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ লক্ষে যাত্রী-চালকসহ কর্তৃপক্ষের সহাযোগিতা কামনা করা হয়েছে সমিতির পক্ষ থেকে।

স/আ