১৯ বছর পর চাঁদনী

নৃত্য শিল্পী এবং অভিনেত্রী হিসেবে প্রশংসিত চাঁদনী। এই দুই কাজ নিয়েই ব্যস্ততা তার। টিভি নাটকে নিয়মিত অভিনয় করলেও বাংলাদেশ বেতারের নাটকে অভিনয়ে বিরতি ছিল তার।

২০০২ সালে সর্বশেষ বেতার নাটকে অভিনয় করেছিলেন তিনি। ১৯ বছরের বিরতি কাটিয়ে এই গণমাধ্যমের নাটকে ফিরলেন তিনি। নাটকটির নাম ‘ তাহার কথা’।

পরিমল সরকারের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন সৈয়দা ফরিদা ফেরদৌসী যাত্রী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে নাটকটি তৈরী করা হয়েছে। এ নাটকে অভিনয় প্রসঙ্গে চাঁদনী বলেন, ‘ বেতারের নাটকে অভিনয় করতে আমার ভালোলাগে। আমি এই প্রতিষ্ঠানে তালিকাভুক্ত হয়েছি অনেক আগেই।

তবে নানা কারনে এতোদিন বেতারের নাটকে অভিনয় করা হয়নি। খুব সুন্দর একটি গল্পে এতে অভিনয় করলাম। আশা করছি নাটকটি শ্রোতাদের ভালো লাগবে।’ বেতার সূত্রে জানা গেছে নাটকটি আগামী ১৪ জানুয়ারি প্রচার হবে। নাটকের অভিনয়ের পাশাপাশি নৃত্য নিয়েও এখন বেশ ব্যস্ত আছেন এই অভিনেত্রী। বঙ্গবন্ধুর জš§শত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে একটি বিশেষ নৃত্যানুষ্ঠানে কোরিওগ্রাফি করছেন চাঁদনী।

 

সূত্রঃ যুগান্তর