১৯তম আন্তর্জাতিক সম্মেলনে প্রবন্ধ উপস্থাপন করলেন ড. আজিবার রহমান


নিজস্ব প্রতিবেদক :
রাজধানী ঢাকায় বাংলাদেশ ইতিহাস একাডেমী আয়োজিত ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক ১৯তম আন্তর্জাতিক সম্মেলনে প্রবন্ধ উপস্থাপন করেছেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রক্টর ড. আজিবার রহমান। সম্প্রতি (২৫ ফেব্রয়ারি) বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, ঢাকার হল রুমে এই সম্মেলনে প্রবন্ধ পাঠ করেন তিনি।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুল মান্নান । মূল প্রাবন্ধিক হিসেবে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের প্রফেসর ড. এ কে এম শাহনাওয়াজ, বিশেষ অতিথি ছিলেন ইতিহাস একাডেমির অতিরিক্ত সচিব মো.রোকন-উদ-দৌলা। অনুষ্ঠানে

সভাপতিত্ব করেন ইতিহাস একাডেমির সভাপতি প্রফেসর ড. শরীফ উদ্দিন আহমে। উপস্থিত ছিলেন, প্রফেসর ড. কাজী মোস্তাফিজুর রহমানসহ দেশি-বিদেশি অতিথিবৃন্দ।