শনিবার , ১৪ আগস্ট ২০২১ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

১৮ সেকেন্ডে ২ লিটার কোমল পানীয় খেয়ে বিশ্বরেকর্ড! (ভিডিও)

Paris
আগস্ট ১৪, ২০২১ ৯:২২ পূর্বাহ্ণ

খেতে ভীষণ পছন্দ করেন এরিক বুকার।  খাওয়া নিয়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন খাবার কত দ্রুত খেতে পারেন, সেই সংক্রান্ত বেশ কিছু ভিডিও পোস্ট করেছেন ব্যাডল্যান্ডসচাংস নামের ইউটিউব চ্যানেলে। এবার মাত্র ১৮.৪৫ সেকেন্ডে দুই লিটার কোমল পানীয় খেয়ে গিনেস বিশ্ব রেকর্ডে ঠাঁই পেয়েছেন এই ব্যক্তি।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাসিন্দা এরিক সব সময় চাইতেন গিনেস বিশ্ব রেকর্ডে নিজের নাম লেখাতে। বিভিন্ন ধরনের কোমল পানীয় দ্রুত খেয়ে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছিলেন তিনি।  এবার দুই লিটার চিনিমুক্ত কোলা খেয়ে সেই স্বপ্নই পূরণ হলো তার।

গিনেস কর্তৃপক্ষ এরিকের কোলা খেয়ে বিশ্বরেকর্ডের ভিডিও ইউটিউবে শেয়ার করেছে।  ভিডিওতে দেখা গেছে, এরিক নিঁখুত পরিমাণ ঠিক রাখতে একটি মেজারমেন্ট কাপে কোলা ঢেলে নেন।

মাত্র ১৮.৪৫ সেকেন্ডে দুই  লিটার কোলা শেষ করে মস্ত ঢেঁকুর তুলে এরিড বলেন,  হ্যাঁ আমি এটাই বলছিলাম। এটা খেতে বেশ মজাদার।

তবে গিনেস বুকে নাম উঠলেও এখানেই থামছেন না এরিক। এবার দ্রুততম সময়ে শক্ত খাবার খেয়ে নতুন রেকর্ড গড়তে চান তিনি।

 

 

সূত্রঃ যুগান্তর

সর্বশেষ - আন্তর্জাতিক