১৭ আগস্টের বোমা হামলার প্রতিবাদে নগর আ’লীগের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:

২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে সিরিজ বোমা হামলার ঘটনায় প্রতিবাদ ও এর নেপথ্যের চিহ্নিত কুশীলবদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বুধবার বিকাল ৫টায় কুমারপাড়ার দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে সাহেব বাজার জিরো পয়েন্টে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাজশাহী সিটি কর্পোরেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিবাদ সমাবেশে রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার। বক্তব্য রাখেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, মীর ইসতিয়াক আহমেদ লিমন।

সমাবেশ সঞ্চালনা করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক দিলীপ কুমার ঘোষ। সমাবেশে আরো বক্তব্য রাখেন বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, মতিহার থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলাউদ্দিন, নগর জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন, নগর যুবলীগ সভাপতি রমজান আলী, নগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জেডু সরকার, নগর মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা মিতু, নগর যুব মহিলা লীগ সভাপতি এ্যাড. ইসমত আরা, নগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগ সভাপতি ডা. মনন কান্তি দাস।

সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল বলেন, ২০০৫ সালের এই দিনে জঙ্গি গোষ্ঠিরা সারাদেশের ৬৩টি জেলায় বোমা হামলা করেছিলো। কিন্তু জনগণের রায়ে আজ তারা ক্ষমতার বাইরে। তারা স্বপ্ন দেখেছিলো এ দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিনত করবে। তারা স্লোগান দিয়েছিলে, “আমরা হবো তালেবান, বাংলাদেশ হবে আফগান।” বীর বাঙালির অস্তিত্ব রক্ষায় বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে দূর্বার আন্দোলনের মধ্যে দিয়ে তাদেরকে পরাস্ত করে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখেছি। বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা’র নেতৃত্বে আমরা সকলেই সর্বদা ও সর্বক্ষণ প্রস্তুত আছি, কোনভাবেই স্বাধীনতার পরাজিত শক্তিদের ক্ষমতায় দখল করে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিনত হতে দেওয়া হবে না।

মো. ডাবলু সরকার বলেন, ২০০৫ সালের ১৭ আগস্ট জঙ্গি বাহিনীরা মুন্সিগঞ্জ ব্যতীত সারাদেশের সকল জেলায় বোমা হামলা করেছিলো। ঐ ধারাবাহিকতায় তৎকালিন বিএনপি-জামায়াতের মদদে রাজশাহীর বাগমারা উপজেলায় বাংলা ভাইয়ের আবির্ভাব ঘটে এবং এই বাংলা ভাই বাগমারাতে অনেক আওয়ামী লীগের নেতাদের নির্মমভাবে হত্যা করে। তারা তৎকালিন ক্ষমতাসীন বিএনপি-জামায়াতের ছত্রছায়ায় এই রাজশাহী নগরীতেও পুলিশের সহায়তায় প্রকাশ্যে অস্ত্র উচিয়ে মিছিল করে তৎকালিন পুলিশ সুপারের সাথে দেখা করে। তারা রাজশাহীবাসীকে ভয় দেখাতে চেয়েছিলো। রাজশাহী মহানগর আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের চেতনার রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক তৎপরতায় ঐ সকল জঙ্গি গোষ্ঠি তথা বাংলা ভাই গ্রুপ বিতাড়িত হতে বাধ্য হয়। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে আমরা সজাগ ও প্রস্তুত আছি। কোনভাবেই স্বাধীনতা বিরোধীদের এদেশের ক্ষমতা দখল করতে দেওয়া হবে না।

জি/আর