১৫ বছর পর ধামইরহাট পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত


ধামইরহাট প্রতিনিধি:নওগাঁর ধামইরহাট পৌরসভা নির্বাচন আজ ১৫ বছর পর ভোটারদের ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে শেষ হয়। সুষ্ঠু নির্বাচনের লক্ষে কেন্দ্রে কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি ছিল। দুই একটা অভিযোগ ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়। কেন্দ্রে কেন্দ্রে মহিলা ভোটারের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল।

সকালে কুয়াশা ও শৈত্য প্রবাহের কারণে ভোটর উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোট কেন্দ্রগুলো ভোটারের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে যায়। তবে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশি ছিল।

ধামইরহাট উপজেলা নির্বাচন ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মো.সাজ্জাদ হোসেন বলেন,ধামইরহাট পৌরসভার নির্বাচন ৯টি ওয়ার্ডে ৯টি কেন্দ্রের ৩৮টি বুথে অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ শেষ হয়। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য প্রতিটি কেন্দ্রে ৯জন নির্বাহী ম্যাজিস্ট্রেট,২০৮ জন পুলিশ,৫১ জন আনসার ভোট কেন্দ্রে নিয়োজিত ছিল। এছাড়া স্টাইকিং ফোর্স হিসেবে র‌্যাব,বিজিবি ও পুলিশ নিয়োজিত ছিল। এছাড়া তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট টহল অবস্থায় ছিল।

নির্বাচনে তিনজন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। নৌকার প্রার্থী বর্তমান মেয়র আমিনুর রহমান এবং স্বতন্ত্র মেয়র প্রার্থী এডভোকেট আইয়ুব হোসেন ধামইরহাট মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রে সকাল ৮টায় ভোট প্রদান করেন। অপরদিকে সকাল সাড়ে ৮টায় ফার্শিপাড়া বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষের প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী চপল ভোট প্রদান করেন।

নির্বাচনে ৩টি সংরক্ষিত ওয়ার্ডে ১৭জন নারী প্রার্থী এবং ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিকেল ৩টা পর্যন্ত কোন কোন কেন্দ্রে প্রায় ৭০ ভাগ ভোটারের উপস্থিতি ছিল।