১৪ দিন পর করোনা মুক্ত হলেন এমপি বাদশা

করোনাভাইরাস জয় করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ (সদর) আসনের এমপি ফজলে হোসেন বাদশা। এমপি বাদশার ব্যক্তিগত সহকারী মইনউদ্দীন আহমেদ রাসেল বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘বিএসএমএমইউ হাসপাতালের ল্যাবে এমপি বাদশার নমুনা পরীক্ষায় করোনাভাইরাস নেগেটিভ এসেছে। তিনি এখন পুরোপুরি আশঙ্কা মুক্ত এবং খুব দ্রুতই তার নির্বাচনী এলাকায় ফিরবেন।’

শরীরে জ্বর আসায় গত ১৪ এপ্রিল নমুনা পরীক্ষা করান রাকসুর সাবেক ভিপি ফজলে হোসেন বাদশা। এতে তার নমুনায় করোনা শনাক্ত হয়। এরপর রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন রামেক হাসপাতালের ১৪ সদস্যের গঠিত মেডিকেল বোর্ড তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেয়।

এরপর ওই দিনই প্রধানমন্ত্রীর কার্যালয়ের ব্যবস্থাপনায় এয়ার অ্যাম্বুলেন্সে বর্ষীয়ান এ নেতাকে ঢাকায় নেওয়া হয়। এতোদিন তিনি ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন। নমুনা পরীক্ষায় ১৪ দিন পর তিনি করোনা মুক্ত হলেন।- বাংলাদেশ প্রতিদিন