১২ রানের বেশি করতে পারলেন না তামিম

নেপালের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) প্রথমবারের মতো ব্যাট হাতে নেমে ১২ রানের বেশি করতে পারলেন না বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

আজ বুধবার টুর্নামেন্টের অষ্টম ম্যাচে তামিমের দল ভাইরাহাওয়া গ্লাডিয়েটর্সের প্রতিপক্ষ ছিল বিরাটনগর ওয়ারিয়র্স। এ ম্যাচে ৬ উইকেটে জিতে তামিমের দল ভাইরাহাওয়া।

ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করতে ভাইরাহাওয়া। দুই পেসার শ্রীলংকার ধাম্মিকা প্রসাদ ও নেপালের আরিফ শেখের বোলিং তোপে মাত্র ৮৯ রানে অলআউট হয় বিরাটনগর। প্রসাদ ও আরিফ ৩টি করে উইকেট নেন। জয়ের জন্য ৯০ রানের জবাবে দেখে শুনে শুরু করেছিলেন ভাইরাহাওয়া দুই ওপেনার বাংলাদেশের তামিম ও নেপালের প্রদীপ আইরি। ২৮ বলে ২৭ রানের জুটি গড়েন তারা। ২২ রান করে অইরি ফিরে গেলেও, শ্রীলংকার উপুল থারাঙ্গাকে নিয়ে দলকে জয়ের পথে নিয়ে যাচ্ছিলেন তামিম।
সর্তকতার সাথে ১টি করে চার-ছক্কা হাকান তামিম। নবম ওভারে দলীয় ৫৩ রানে থামতে হয় তামিমকে। ১৩ বলে ১২ রান করেন তিনি।

তবে ৩৪ রানের অনবদ্য ইনিংস খেলে ২৭ বল বাকী থাকতেই ভাইরাহাওয়ার জয় নিশ্চিত করেন থারাঙ্গা। ৩৫ বল খেলে ৪টি চার মারেন তিনি। ম্যাচ সেরা ভাইরাহাওয়ার প্রসাদ।

 

সূত্রঃ কালের কণ্ঠ