১১৬ যাত্রী নিয়ে মায়ানমার সেনাবাহিনীর বিমান উধাও

সিল্কসিটিনিউজ ডেস্ক: মাঝ আকাশে উধাও হয়ে গেল মায়ানমারের মিলিটারি বিমান।  ওই বিমানে ১১৬ জন যাত্রী ছিলেন।  এমনটাই জানিয়েছেন আর্মি চিফ।

বুধবার দুপুরে সাদার্ন সিটি অফ মেইক আর ইয়াংগোনের মাঝে হারিয়ে গিয়েছে ওই বিমান। এয়ারপোর্টের সূত্র থেকে এই খবর পাওয়া গিয়েছে। এদিন দুপুর ১টা ৩৫ মিনিট নাগাদ ওই বিমানের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

দায়েই টাউনের ২০ মাইল পশ্চিমে যাওয়ার পরেই হারিয়ে যায় ওই বিমান। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন কমান্ডার-ই-চিফ। ওই বিমানে ছিলেন ১০৫ জন যাত্রী ও ১১ জন ক্রু মেম্বার।  ঘটনার পরেই শুরু হয়েছে উদ্ধারকাজ। তৎপরতার সঙ্গে সার্চ অপারেশন চালাতে নামানো হয়েছে জাহাজ ও বিমান।  জানা গিয়েছে, নিখোঁজ হওয়ার আগে ওই বিমানটি আন্দামান সাগরের উপর উড়ছিল। ওই বিমানে মূলত সেনা অফিসারদের পরিবারের লোকজন ছিলেন বলেই জানা গিয়েছে।

অনুমান করা হচ্ছে কোনও যান্ত্রিক গোলোযোগের কারণেই দুর্ঘটনা।  কারণ আবহাওয়া ছিল পরিস্কার।