শুক্রবার , ২৬ জানুয়ারি ২০১৮ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

১০ লাখ ৩৮ হাজার রোহিঙ্গার নাম নিবন্ধন হয়েছে

Paris
জানুয়ারি ২৬, ২০১৮ ১০:৪১ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে ১০ লাখ ৩৮ হাজার রোহিঙ্গার নাম নিবন্ধন করেছেন ইমিগ্রেশন ও পাসপের্ট বিভাগ। বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভায় এ তথ্য জানিয়েছে ১৯তম ইমিগ্রেশন ও পাসপের্ট বিভাগ। সভায় সভাপতিত্ব করেন স্থায়ী কমিটির চেয়ারম্যান টিপু মুন্সি।

রেজিস্টার্ড রোহিঙ্গা কোনও বাংলাদেশি পাসপোর্ট পাবে না। তবে তারা একটি জাতীয় পরিচয়পত্র (আইডি কার্ড) পাবে। সভায় জানানো হয়, কক্সবাজারের কুতুপালং শরণার্থী শিবিরের ১৩ কিলোমিটারের মধ্যে ৬ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে।

জাতীয় সংসদের স্থায়ী কমিটি রোহিঙ্গাদের নিরাপত্তায় শরণার্থী শিবিরের চারপাশে বেড়া এবং বনসম্পদ রক্ষায় শিবিরগুলোতে রান্নার জন্য জ্বালানি সরবরাহের পরামর্শ দিয়েছে।

সভায় স্থায়ী কমিটির অন্যান্য সদস্যের মধ্যে স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, মো. ফরিদুল হক খান, আবু সাঈদ আল মাহমুদ আপন, ফকরুল ইমাম এবং কামরুন নাহার চৌধুরী উপস্থিত ছিলেন।

 

বাংলাট্রিবিউন

সর্বশেষ - জাতীয়