১০ ডিসেম্বরের মতো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ সক্ষম : ডিএমপি কমিশনার

সিল্কসিটি নিউজ ডেস্ক:

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, রাজধানীর দুই কোটি নাগরিকের বিঘ্ন সৃষ্টি করলে পুলিশ কি তাকিয়ে থাকবে? ১০ ডিসেম্বরের মতো ভবিষ্যতেও এমন চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ সক্ষম বলে জানিয়েছেন তিনি। আজ শনিবার দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস অডিটরিয়ামে আয়োজিত মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘ঢাকায় দুই কোটির মানুষের বসবাস। এই দুই কোটি মানুষের বিঘ্ন সৃষ্টি করলে পুলিশ কি তা তাকিয়ে তাকিয়ে দেখবে? গত ১০ ডিসেম্বর আমরা শান্তিপূর্ণভাবে পার করেছি। ভবিষ্যতেও এমন চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ সক্ষম। ’

বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের উদ্দেশে তিনি বলেন, ‘যে পুলিশের সূচনা ১৯৭১ সালে আপনারা করে দিয়েছিলেন ও বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে অবদান রেখেছিলেন, জীবন বিলিয়ে দিয়েছেন অনেকেই, সেই পুলিশের সদস্য হিসেবে গর্ব করি। গর্ব করে বলতে পারি, ঐতিহ্যের ধারক ও বাহক হিসেবে আমরা সেই ধারাবাহিকতা ধরে রেখেছি। ’

‘জাতির প্রত্যেকটি ক্রান্তিকালে বাংলাদেশ পুলিশ, ডিএমপি সর্বদা জাতির পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে’ জানিয়ে খন্দকার গোলাম ফারুক বলেন, ‘আপনারা যেভাবে ৭১ সালে বুকের রক্ত বিলিয়ে দিয়ে যুদ্ধ করেছেন, আপনাদের পরবর্তী প্রজন্ম তারাও প্রত্যেকটি ক্রান্তিলগ্নে জাতির পাশে ছিল। ২০১২-১৩ সালে অগ্নিসন্ত্রাসীরা পুলিশকে পুড়িয়ে মেরেছিল; কিন্তু পুলিশ ক্ষান্ত হয়নি। ’

তিনি বলেন, ‘জঙ্গিবাদের বিরুদ্ধের যুদ্ধে আমরা হেরে যাইনি। জঙ্গিবাদের বিরুদ্ধের যুদ্ধে পুলিশ জয়ী হয়েছে। ১৯৭১ সালে পুলিশ সদস্যরা যেমন জীবন দিয়ে বাংলাদেশ স্বাধীনতার জন্য, বিজয়ের জন্য যুদ্ধ করেছেন আমরাও পরবর্তী সময়ে বাঙালি জাতির জন্য প্রত্যেকটা ক্রাইসিসের সময় পাশে ছিলাম। ’

ডিএমপি কমিশনার বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের উদ্দেশে বলেন, ‘আপনারা এই বয়সেও লাঠি হাতে যুদ্ধের জন্য যে প্রত্যয় ব্যক্ত করেছেন, আমাদের সহকর্মীদের শরীরে টগবগে রক্ত, তারা কেন পারবে না? আপনাদের সাহসে এই তরুণ পুলিশ সদস্যরাই দেশকে সন্ত্রাস-জঙ্গিদের থেকে মুক্ত রাখবে। অগ্নিসন্ত্রাসীদের যেমন আশ্রয়-প্রশ্রয় দিইনি তেমনি জঙ্গিবাদকেও আশ্রয়-প্রশ্রয় দিইনি। ভবিষ্যতেও যদি বাংলাদেশের স্বাধীনতা নিয়ে কেউ ছিনিমিনি খেলতে চায়, বাংলাদেশ পুলিশ তা হতে দেবে না। ’

সূত্র: কালের কণ্ঠ