১০ কোটি চারা লাগাবে গ্রামীণ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক:

এবছর সারা দেশে ন্যুনতম ১০ কোটি চারা লাগানোর কর্মসুচি ঘোষণা করেছে গ্রামীণ ব্যাংক। বৃহস্পতির (২৩ জুন) বিকেলে গ্রামীন ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, চারাগাছ রোপন কর্মসুচির অংশ হিসেবে ১৯ জুন থেকে ২৬ জুন পর্যন্ত চারা লাগানোর বিশেষ সপ্তাহের পঞ্চম দিনে রাজশাহী এরিয়াধীন ১২টি শাখায় মোট ৩৮৯৬০টি ফলদ-বনজ চারা বিতরণ  কিংবা রোপন করা হয়েছে।

সাতদিনে ২৭৫০০০টি চারা বিতরণ কিংবা রোপনের লক্ষমাত্রায় পঞ্চম দিন পর্যন্ত মোট ১৯৪৮২৭টি চারা বিতরণ কিংবা রোপন নিশ্চিত করা হয়েছে। সারা দেশের ন্যায় আমার এরিয়াধীণ ১২টি শাখাতেই এই কর্মসুচি চলমান রয়েছে।

জি/আর