১০ অত্যাধুনিক হাউইটজার কামান, ২০ সাঁজোয়া যান ধ্বংসের দাবি রাশিয়ার

সিল্কসিটি নিউজ ডেস্ক:

ইউক্রেনের মাইকোলাইভ শহরে গত ১০ দিনে পশ্চিমা দেশগুলো থেকে সরবরাহ করা ১০টি হাউইটজার কামান এবং ২০টি সামরিক যান ধ্বংস করার দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এছাড়া, ইউক্রেনের খারকিভ অঞ্চলের একটি ট্যাংক মেরামত কারখানায় আঘাত হেনেছে রাশিয়ার ইস্কান্দার মিসাইল। অন্যদিকে, ইউক্রেনের পূর্বাঞ্চলের একটি তেল শোধনাগার ও জ্বালানি ডিপো ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। আকাশ ও ভূমি থেকে ছোড়া উচ্চ-নির্ভুল অস্ত্র ব্যবহার করে এসব হামলা চালানো হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পূর্ব দোনবাসের ক্রেমেনচুক এবং লাইসিচানস্কে অঞ্চলে অবস্থিত ওই তেল শোধনাগার ও জ্বালানি ডিপোতে হামলা চালানো হয়। ওই তেল শোধনাগার ও জ্বালানি ডিপো থেকে ইউক্রেনের সামরিক বাহিনীকে সরবরাহ করা হতো।

এছাড়া রাশিয়ানরা ইউক্রেনের সামরিক হার্ডওয়্যারকেও লক্ষ্যবস্তু করছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।  তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এসব দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি।

সূত্র: যুগান্তর