১০ অক্টোবর দায়িত্ব গ্রহণ করবেন রাসিক মেয়র লিটন

নিজস্ব প্রতিবেদক:

আগামী ১০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন নবনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এর মাধ্যমে রাসিকের সপ্তম মেয়র হিসেবে দায়িত্ব নিবেন তিনি। আজ বৃহস্পতিবার রাতে একটি সূত্রের মাধ্যমে এ তথ্য জানা যায়।

গত ৫ সেপ্টেম্বর ঢাকায় প্রধানমন্ত্রীর কাছে মেয়র হিসেবে শপথগ্রহণ করেন তিনি। এর আগে গত ৩০ জুলাই সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মো. মোসাদ্দেক হোসেন বুলবুলকে ৮৮ হাজার ভোটে পরাজিত করে মেয়র নির্বাচিত হন খায়রুজ্জামান লিটন।

২০০৮ সালে প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হন লিটন। এ নিয়ে তিনি দ্বিতীয় বারের মতো মেয়র নির্বাচিত হলেন। জাতীয় রাজনৈতিক ইস্যুতে তিনি ২০১৩ সালে প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের কাছে বিপুল ভোটে হেরে যান।

স/শা