হোয়াটসঅ্যাপে এবার ফেস আনলক সুবিধা

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে আসছে নতুন দুই ফিচার। এর মধ্যে একটি হচ্ছে, যারা প্রায়ই গ্রুপ কল মিস করেন তাদের জন্য বিশেষ সেবা এবং অপরটি হচ্ছে নতুন নিরাপত্তা সেবা। বরাবরের মতো এবারও এ তথ্য ফাঁস করেছে ওয়েবেটাইনফো। এই ওয়েবসাইটটি হোয়াটসঅ্যাপের নতুন পরিবর্তনগুলো শনাক্ত করে থাকে।

ওয়েবেটাইনফো’র এক প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী গ্রপ কলের শুরুতে জয়েন করতে না পারলেও চলমান গ্রুপ কলে যেকোনো সময় যুক্ত হতে পারবেন। বন্ধুরা আপনাকে গ্রুপ কলে যুক্ত হওয়ার ইনভাইটেশন পাঠিয়েছে, অথচ সেসময় আপনি হোয়াটসঅ্যাপে নেই। কিন্তু গ্রুপ কল চলাকালীন সময়ে যখনই আপনি হোয়াটসঅ্যাপে প্রবেশ করবেন, তখন থেকেই গ্রুপে কলে যুক্ত হতে পারবেন। এ সুবিধা অনেকটা জুম কিংবা স্কাইপিতে চলমান কলে যুক্ত হওয়ার সুবিধার মতোই।

এছাড়াও হোয়াটসঅ্যাপে ফিঙ্গারপ্রিন্ট লক ফিচারের নাম পরিবর্তন হতে যাচ্ছে। ফিচারটির নতুন নাম হবে বায়োমেট্রিক লক। এতে ফিঙ্গারপ্রিন্ট লক সুবিধার পাশাপাশি মিলবে ফেস আনলক সুবিধা।

তবে নতুন এসব সুবিধা হোয়াটসঅ্যাপ কবে নাগাদ আসবে, সে ব্যাপারে কোনো ধারণা দিতে পারেনি ওয়েবেটাইনফো।