হোয়াটসঅ্যাপের গ্রুপ কলে যেকোনো সময় জয়েন

২০২০ সাল জুড়ে হোয়াটসঅ্যাপের ব্যবহার বেড়েছে হু হু করে। মহামারীর সময়ে ঘরবন্দি মানুষেরা ব্যাপক হারে অ্যাপটি ব্যবহার করেছেন। জনপ্রিয়তা বাড়তে থাকার দিনগুলোতে হোয়াটসঅ্যাপ চেষ্টা করছে নতুন-নতুন ফিচার নিয়ে আসতে।

এবার গ্রুপে ভয়েস এবং ভিডিও কলে কথা বলতে নতুন ফিচার উন্মুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। গ্রুপ কলে শুরুতে ঢুকতে না পারলেও যেকোনো সময় অ্যাড হওয়া যাবে।

ফেইসবুকের সিইও মার্ক জাকারবার্গ, মঙ্গলবার গ্রুপ কল উদ্বোধন করেন। এসময় আরও দু’জনের সঙ্গে ভিডিওতে কথা বলতে দেখা যায় তাকে।

গ্রুপ কলের ফিচার এখনো সব দেশে উন্মুক্ত হয়নি। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, চলতি সপ্তাহে নতুন আপডেটে ধীরে ধীরে এটি দেয়া হবে।

উল্লেখ্য, হোয়াটসঅ্যাপের একটি অ্যাকাউন্ট একসঙ্গে একাধিক মোবাইলে ব্যবহার করা যায় না। কোম্পানিটি চেষ্টা করছে একাধিক ডিভাইসে ব্যবহার উপযোগী ফিচার আনতে।

 

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন