হোয়াটসঅ্যাপও ‘জাল’! মিলছে গুগল প্লে স্টোরেই

সিল্কসিটিনিউজ ডেস্ক:

প্রায় ৫ হাজার জন মানুষ এর মধ্যেই ডাউনলোড করে ফেলেছেন। এবং সেটাও গুগল প্লে স্টোরেই! সেখানে লেখা রয়েছে ‘আপডেট হোয়াটস্যাপ মেসেঞ্জার’। ডেভেলপারের নাম লেখা ‘হোয়াটসঅ্যাপ আইএনসি’। এটা একেবারেই ‘ফেক’। এবং ভাইরাসও থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে, জাল এই সফটওয়্যারকে নিয়ে সাবধান করে দিয়েছে হোয়াটসঅ্যাপ চেঞ্জ ট্র্যাকিং ওয়েবসাইট ওয়াবেটাইনফো। তারা সকলকে সতর্ক করে জানিয়েছে—এই অ্যাপ ডাউনলোড করবেন না। এটি ‘ফেক’। হোয়াটসঅ্যাপ বিজনেস সকলের জন্য বাজারেই আসেনি এখনও।

ওই প্রতিবেদনে জানানো হয়েছে, জনপ্রিয় গেম ‘টেম্পল রান ২’-ও এই অ্যাপে পাওয়া যাচ্ছে, যা আপলোড করা হয়েছে অক্টোবরেই।

শুক্রবার ঘণ্টাখানেকের জন্য বন্ধ ছিল হোয়াটসঅ্যাপ। যাকে কেন্দ্র করে ব্যবহারকারীদের অভিযোগ জমা পড়তে থাকে। অনেকেই টুইটারে এ নিয়ে ক্ষোভ উগরে দেন। তবে পরে তারা জানায়, সব সমস্যা মিটেছে। ব্যবহারকারীদের কাছে ক্ষমাও চেয়ে নেয় তারা।