হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল বিতর্ক পাঠশালা

রাবি প্রতিনিধি: 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের(রাবি) হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল বিতর্ক পাঠশালার সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আল-আমিন এবং সাধারন সম্পাদক আব্দুল্লাহ বিন আয়াতুল্লাহ।
গতকাল ১২ এপ্রিল (বুধবার), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের(রাবি) হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল বিতর্ক পাঠশালার  বার্ষিক সভায় সদ্য বিদায় নেওয়া সভাপতি আশিক মাহমুদ বাপ্পি ও  সাধারণ সম্পাদক রাওফিল ফাইম সাক্ষর সম্বলিত বিজ্ঞপ্তিতে এটি নিশ্চিত করেন।
এছাড়াও অন্যান্য পদে রয়েছেন; সহ-সভাপতি- সাগর ইনলাম, বাপ্পি হোসাইন এবং ইমরান জামান।  যুগ্ম সাধারণ সম্পাদক রাইহান কবির রাহেন, অনুরাগ আহসান ইমন।  সাংগঠনিক সম্পাদক- একেএম শহিদুল ইসলাম।  কোষাধ্যক্ষ- আব্দুল জলিল
২০১১ সালের ১লা জানুয়ারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল বিতর্ক পাঠশালা যাত্রা শুরু করে আজ ১৩তম বর্ষে পদার্পণ করেছে। প্রতি বছর বিতর্ক প্রতিযোগিতার আয়োজনসহ শিক্ষার্থীদের মেধার বিকাশে কাজ করে যাচ্ছে সংগঠনটি। নতুন কমিটি বিগত বছরের ধারাবাহিকতা রক্ষা করে আরো নতুন উদ্যোমে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবে।