বৃহস্পতিবার , ১৭ অক্টোবর ২০২৪ | ১লা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

হোজ্জা আর বেকুবের দল

Paris
অক্টোবর ১৭, ২০২৪ ১১:৪৭ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

একদিন পারস্যের একদল ব্যবসায়ী এলেন বাদশাহের দরবারে। তাঁদের ইচ্ছা রাজা কিছু ঘোড়া কিনুন তাঁদের কাছ থেকে। বাদশাহ দেখেশুনে কিছু ভালো ঘোড়া কিনলেন সন্তুষ্টচিত্তে। ব্যবসায়ীরা জানান, তাদের দেশে আরও উন্নত মানের ঘোড়া আছে।

বাদশাহ উৎসাহী হলেন তাঁদের কাছে অগ্রিম এক শো টাকা দিলেন বায়নাস্বরূপ।
এর কিছুদিন পর বাদশাহ নাসিরুদ্দিন হোজ্জাকে একটা নির্দেশ দিলেন। বললেন রাজ্যের সকল বোকা ও বেকুব লোকদের একটি তালিকা তৈরি করতে। হোজ্জা দুদিন ধরে পরিশ্রম করে ছাব্বিশ পাতার একটি তালিকা তৈরি করেন।

এবং বাদশাহর হাতে তুলে দেন। তালিকাটি দেখে বাদশাহ অবাক ঞতভম্ব। কারণ তালিকার প্রথম নামটিই হলো বাদশাহর।

বাদশাহ মনোক্ষুণ্ন হভে বললেন, ‘মোল্লা, আমার নাম সবার প্রথমে কেন?’

হোজ্জা মৃদু হাসি দিয়ে বলেন, ‘হুজুর, যিনি অজানা-অচেনা ব্যবসায়ীদের সম্পর্কে কিছু না জেনেই এতগুলো মোহর অগ্রিম দিয়ে দেন, তাঁকে তো বেকুবদের তালিকার প্রথমে রাখতে হয়।

বাদশাহর নিজের বুদ্ধির ওপর আস্থা ছিল। তাই বললেন, ‘আচ্ছা, যদি তারা সত্যিই ভালো ঘোড়া নিয়ে আসে?’

হোজ্জা তড়িৎ উতত্ত, ‘হুজুর, তাহলে চিন্তার কিছু নেই। আমি আপনার নাম কেটে তাদের নামই প্রথমে বসিয়ে দেব।’

সূত্র: কালের কণ্ঠ

সর্বশেষ - বিজ্ঞান ও প্রযুক্তি