হেরেও এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

যুব এশিয়া কাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে প্রাণপণ লড়াই করেও জিততে পারল না বাংলাদেশ। পাকিস্তানের কাছে মাত্র এক উইকেট হেরে গেছেন আফিফ-সাইফরা। তবে এই হারেও সেমিফাইনালে উঠে গেছে লাল-সবুজের দল। ‘বি’ গ্রুপ সেরা হয়েই শেষ চারে উঠেছে তারা।

 

বুধবার প্রথম সেমি-ফাইনালে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। অন্য সেমিতে আফগানিস্তানের বিপক্ষে লড়বে ভারত।

 

এদিনের ম্যাচে টসে হেরে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে ২৩০ রান সংগ্রহ করে। বিপিএলে চমক দেখানো অলরাউন্ডার আফিফ হোসেনের ব্যাট হাতের সাফল্যে এই রান সংগ্রহ করে তারা। এই তরুণ ৯৪ বলে ৮০ রানের অসাধারণ ইনিংসটি খেলেন।

 

জবাবে পাকিস্তানকে জয় পেতে শেষ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়। নয় উইকেট হারিয়ে ৪৯.১ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে তারা। জয়ের ব্যবধান খুব একটা বড় না হওয়ায় রানরেটে এগিয়ে থেকে শেষ চারে উঠে যায় বাংলাদেশ। পাকিস্তানকে টপকে এই গ্রুপ থেকে শেষ চারে উঠেছে আফগানিস্তান।

সূত্র: এনটিভি