হৃৎস্পন্দন মাপার অ্যাপও আছে

সিল্কসিটিনিউজ ডেস্ক:
প্রযুক্তিময় এই সময়ে চাইলে হৃৎস্পন্দন মাপার প্রাথমিক কাজটিও হাতের স্মার্টফোন দিয়ে সেরে নেওয়া যায়। হুটহাট চিকিৎসকের কাছে ছুটতে হবে না। এ জন্য অবশ্য একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে।

এমন একটি অ্যাপ্লিকেশন হলো ‘ইনস্ট্যান্ট হার্ট রেট’। অ্যাপ্লিকেশনটি ফোনের ক্যামেরা ও ফ্ল্যাশ ব্যবহার করে আঙুলের রঙ পরিবর্তনের ওপর ভিত্তি করে হৃৎস্পন্দন পরিমাপ করে থাকে।

 

এক নজরে অ্যাপ্লিকেশনটির ফিচারগুলো
এটি ব্যবহার করে সহজেই হৃৎস্পন্দন পরিমাপ করা যাবে।

এতে রয়েছে তথ্য সংরক্ষণের সুবিধা। অবসর সময় বা কাজের সময় হৃৎস্পন্দন ভিন্ন হতে পারে। তাই সংরক্ষিত হৃৎস্পন্দনের তথ্য পরে যাচাই ও তুলনা করা যাবে।

অ্যাপটি সম্পূর্ণ অফলাইনে কাজ করবে। তাই একবার ডাউনলোডের পরে আবার ইন্টারনেট সংযোগের প্রয়োজন হবে না।

হৃৎস্পন্দনের তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারের সুবিধাও রয়েছে অ্যাপ্লিকেশনটিতে।

বিনামূল্যে অ্যাপ্লিকেশনটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এ ঠিকানা ও আইফোন ব্যবহারকারীরা এ ঠিকানা থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।