হৃদরোগেই মারা গেলেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. লিটু

সিল্কসিটিনিউজ ডেস্ক:

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক রাকিবুল ইসলাম লিটু। ইন্নালিল্লাহি…রাজিউন।

তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি উত্তরা আধুনিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন।

বাদ মাগরিব রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের খেলার মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।

রাজধানীর ল্যাবএইড হাসপাতালের চিকিৎসক অধ্যাপক মাহবুবুর রহমান শুক্রবার দুপুরে জানান, গত বুধবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হন অধ্যাপক রাকিবুল। বৃহস্পতিবার সকালে তাকে ল্যাবএইড হাসপাতালে আনা হয়।

ল্যাবএইড হাসপাতালের অধ্যাপক মাহবুবুর রহমানের অধীনে অধ্যাপক রাকিবুলকে ভর্তি করা হয়।

তিনি বলেন, সকালে তার (রাকিবুল) অবস্থা সংকটাপন্ন হলে অস্ত্রোপচার করা হলেও তাকে বাঁচানো যায়নি। আমরা আমাদের পুরো টিম নিয়ে সর্বোচ্চ চেষ্টা করেছি।

উল্লেখ্য, অধ্যাপক রাকিবুল ইসলাম লিটু নিজেও একজন হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন। এছাড়াও অধ্যাপক রাকিবুল ইসলাম লিটু পেশেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক।