হুমকি পেয়ে থানায় জিডি করলেন নিপুণ

১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে বনানীর একটি ফুলের দোকানে ফুল কিনতে গিয়েছিলেন অভিনেত্রী নিপুণ আক্তার। সেখানে ভিখারির বেশে কয়েকজন এসে নিপুণকে হুমকি দিয়েছেন বলে দাবি জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, বনানী থানায় আজ এ নিয়ে একটি সাধারণ ডায়েরিও করেছেন নিপুণ।

অভিযোগে নিপুণ বলেন, ‘গত ১৪ ফেব্রুয়ারি আনুমানিক সকাল ৮টায় আমার বাসা থেকে বনানী সুপার মার্কেটে ফুল কেনার জন্য যাই।

আমি গাড়ির দরজা খুললে অজ্ঞাতনামা কয়েকজন লোক সাহায্যের জন্য হাত বাড়ায়। আমি কিছু বুঝে ওঠার আগে অজ্ঞাতনামা কতিপয় লোক মামলা হতে সরে দাঁড়ানোর জন্য বলে সেখান থেকে চলে যায়। উল্লেখ্য যে, কোর্টে একটা মামলা চলছে তাঁরা সেটাকেই ইঙ্গিত দিয়েছেন বুঝতে বাকি নেই। ’

 

kalerkantho

সেই জিডির কপি।

নিপুণের বক্তব্যের প্রেক্ষিতে ধারণা করা হচ্ছে তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের সঙ্গে যে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন হয়তো সেই মামলা তুলে নেওয়ার কথাই বলেছেন ঐ অজ্ঞাত মানুষগুলো। অবশ্য নিপুণ আরো যোগ করেন, ‘যতোই ভয়-ভীতি দেখানো হোক না কেন আমি সত্য থেকে এক পাও নড়বো না। আমি সরে দাঁড়ানো মানে সাধারণ শিল্পীদের ক্ষতি। তাঁরা যে ভরসা ও আশা নিয়ে আমাকে ভোট দিয়েছেন সেই ভরসা ও আশাকে পূর্ণতা দেবই। ’

 

সূত্রঃ কালের কণ্ঠ