হুমকি উপেক্ষা করে ‘কঠোর’ ঘোষণা দিলেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার গ্যাস বিক্রির ক্ষেত্রে নতুন ডিক্রি জারি করেছেন।

জারিকৃত নতুন ডিক্রি অনুযায়ী রাশিয়ার ‘অ-বন্ধুদের’ রাশিয়ার গ্যাস কিনতে হলে গ্যাসের মূল্য রাশিয়ার মূদ্রা রুবলে শোধ করতে হবে।

১ এপ্রিল শুক্রবার থেকে এ নিয়ম কার্যকর হবে। যারা রুবলে গ্যাসের টাকা দেবে না তাদের সঙ্গে চুক্তি বাতিল করার ঘোষণাও দিয়েছেন পুতিন।

পুতিনের এমন ঘোষণায় পুরো ইউরোপে এর ব্যাপক প্রভাব পড়বে। কারণ ইউরোপের ৪০ ভাগ গ্যাসের যোগান দেয় রাশিয়া।

রাশিয়া এমন কোনো সিদ্ধান্ত নিলেও জার্মানি, ফ্রান্স জানিয়েছিল তারা রুবলে গ্যাস কিনবে না। এ ব্যাপারে হুমকি দিয়েছিল বিশ্বের সাত শীর্ষ ধনী দেশের সংগঠন জি-সেভেন। কিন্তু সেই হুমকি উপেক্ষা করেই এমন কঠোর ঘোষণা দিলেন পুতিন।

রুবলে গ্যাস বিক্রির বিষয়ে পুতিন বলেন, রাশিয়ার গ্যাস কিনতে হলে রাশিয়ার ব্যাংকে রুবলের অ্যাকাউন্ট খুলতে হবে। এই অ্যাকাউন্টগুলোতে গ্যাস ডেলিভারির অর্থ (ডলার বা ইউরো) জমা দিতে হবে।

এরপর রাশিয়ার ব্যাংক বিক্রেতাদের দেওয়া অর্থ দিয়ে রুবল কিনবে। আর রুবল কেনার পর সেই অর্থ গ্যাস কোম্পানিকে দেওয়া হবে।

পুতিন আরও বলেন, যদি রুবলে অর্থ না দেওয়া হয়। আমরা এটিকে ক্রেতাদের ব্যর্থতা হিসেবে বিবেচনা করব। আমাদের কাছে কেউ কোনো কিছু বিনামূল্যে বিক্রি করে না। আমরাও কারো প্রতি অনুকংপা দেখাতে পারব না। কেউ রুবলে অর্থ না দিলে গ্যাস বেঁচা-কেনার চুক্তি বাতিল করে দেওয়া হবে।

এদিকে গত কয়েকদিন ধরেই রাশিয়া ইঙ্গিত দিচ্ছিল তারা রুবলে গ্যাস বিক্রি করবে। তবে জার্মানি ও ফ্রান্সসহ জি-সেভেনের দেশগুলো জানিয়েছে তারা রুবলে গ্যাসের মূল্য দেবে না।

 

সূত্রঃ যুগান্তর