হুমকির মুখে পড়তে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জ শহর রক্ষা বাঁধ : কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ 

নিজস্ব প্রতিবেদক (চাঁপাইনবাবগঞ্জ):
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পশ্চিমে মহানন্দা নদী ঘেঁষা রাস্তাটি ফুলকুঁড়ি উচ্চ বিদ্যালয়ের সামনে দিয়ে চলে গেছে বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মহানন্দা সেতু পর্যন্ত। রাস্তাটির এক পাশে নদী আর এক পাশে বাড়িঘর। নতুন নতুন বাড়ি নির্নাণ হয়েছে বিগত বেশ কয়েক বছরে এখানে।
নদীর পাড় ব্লক দিয়ে বাঁধায় করা আছে। কারণ এটি চাঁপাইনবাবগঞ্জ শহর রক্ষার প্রধান একটি বাঁধ। সিএনবি ঘাট পার হলেই চোখে পড়বে বাঁধায় করা ব্লক দখল করে ভরাট করা হয়েছে। নদী দখল হলে শহর রক্ষা বাঁধ হুমকির মুখে পড়বে এতে কোন সন্দেহ নেই।
নাম প্রকাশ না করার শর্তে নদী পাড় দখলকৃত ব্যক্তি জানান, বাড়ি তৈরির সময় এখানে কিছু আবর্জনা রেখেছিলাম। অফিস থেকে লোক এসে বলেছে, এখানে কোন আবর্জনা দিয়ে ভরাট করা যাবে না।
তিনি আরো জানান, একটু সমস্যা থাকার জন্য এগুলো সরাতে পারিনি, তবে যত দ্রুত সম্ভব নদীর পাড়ের সব আবর্জনা সরিয়ে নিয়ে পরিষ্কার করে দেব।
মহানন্দা নদীর পাড় ও শহর রক্ষা বাঁধ যেন কেউ ভরাট বা দখল করতে না পারে সে ব্যাপারে আরো কঠোর মনিটরিংয়ের  আহবান জানিয়েছেন স্থানীয় এলাকার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্তৃপক্ষর নিকট।
স/স্ব